আজ || শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
শিরোনাম :
  যুবদল নেতা মাহবুব হত্যা : খুলনা ও সাতক্ষীরা থেকে আরও দু’জন গ্রেফতার       খুলনায় জামায়াতের বিক্ষোভ – দেশ এখনও ফ্যাসিবাদ মুক্ত হয়নি       পরিস্থিতির জন্য অন্তবর্তী সরকারের নির্লিপ্ততা দায়ী : খুলনা যুবদল       বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসনে শৈলমারী গেটের পলি অপসারণ শুরু       কুয়েট চালুর দাবিতে ইউজিসি’তে স্মারকলিপি দিয়েছে গার্ডিয়ান ফোরাম       ফরিদপুরের উদ্দেশ্যে খুলনা ছেড়েছেন এনসিপি নেতারা       আ.লীগ জঙ্গী সংগঠন, গোপালগঞ্জ ফ্যাসিস্টদের আশ্রয় কেন্দ্র; অভিযুক্তদেরকে আইনের আওতায় আনতে হবে       খুলনায় অপহরণ মামলার প্রধান আসামী ছাত্রদল নেতা       কুয়েটে এক বছরের অনিয়ম তদন্তে ইউজিসি’র তদন্ত কমিটি       খুলনার সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল সাড়ে ৪ ঘন্টা    
 


শেখ হাসিনার বান্ধবী কি এখনও সচিব থাকবেন: ফারুক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে বলে। সন্ত্রাসী দলকে বাংলাদেশে রাজনীতি করতে দিলে দেশ ২০ বছর পিছিয়ে যাবে। তারেক রহমান বলেছেন এই সরকারকে বিপর্যস্ত করা যাবে না। তাই বলে কি শেখ হাসিনার বান্ধবী এখনও সচিব থাকবেন। সোমবার (৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে প্রতিবাদের ‘অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, আগামীর নির্বাচন ও তারেক রহমান’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। তারেক রহমান বলেছেন এই সরকারকে বিপর্যস্ত করা যাবে না। তাই বলে কি শেখ হাসিনার বান্ধবী এখনও সচিব থাকবেন। সাবেক এই চিপ হুইপ বলেন, বাংলাদেশে প্রথম দরকার নির্বাচন কমিশনকে সংস্কার করা। তবে এই সংস্কারের সময় যেন মঈন-ফখরুদ্দিনের মতো না হয়।

সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আবদিন ফারুক বলেন, নির্বাচনের রোডম্যাপ দিলেই জনগণ বিশ্বাস করবে এটা ওয়ান ইলেভেনের সরকার না। নির্বাচিত সরকার সংবিধান সংশোধন করবে বলেন তিনি।


Top