অবৈধভাবে সিলেট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ৩ বাংলাদেশিকে করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার রানীরঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন-মাগুরার শ্রীপুরের বিনয় দত্তের স্ত্রী মঞ্জুশ্রী (৩৮) ও এক কিশোরী (১৪), শালিখার সুকেশ বিশ্বাসের স্ত্রী হীরা বিশ্বাস (১৮)।
বিজিবি জানায়, মঙ্গলবার দুপুরে রানীরঘাটে মানব পাচারকারী গোয়াইনঘাটের মাতুরতল বাজারের রতন সরকারের ছেলে রূপন সরকার (২২) ৩ জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করাচ্ছিলেন। ওই স্থানটি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ সংগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৭২ /৫-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের ভেতরে।
এ সময় বিজিবি টহলদল তাদেরকে আটক করে। তবে রূপন সরকার তখন পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল।