আজ || শনিবার, ১৯ জুলাই ২০২৫
শিরোনাম :
  জুলাই অভ্যূত্থানে শহীদ স্মরণে খুলনায় বিএনপির মৌন মিছিল – তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি সহ্য করা হবেনা       সাকিব রায়হানের কবর জিয়ারত; পরিবারের পাশে বিভাগীয় কমিশনার       মীর মুগ্ধ’র শাহাদাত বার্ষিকী – শোকে শ্রদ্ধায় কৃতি শিক্ষার্থীকে স্মরণ করলো খুলনা বিশ্ববিদ্যালয়       যুবদল নেতা মাহবুব হত্যা : খুলনা ও সাতক্ষীরা থেকে আরও দু’জন গ্রেফতার       খুলনায় জামায়াতের বিক্ষোভ – দেশ এখনও ফ্যাসিবাদ মুক্ত হয়নি       পরিস্থিতির জন্য অন্তবর্তী সরকারের নির্লিপ্ততা দায়ী : খুলনা যুবদল       বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসনে শৈলমারী গেটের পলি অপসারণ শুরু       কুয়েট চালুর দাবিতে ইউজিসি’তে স্মারকলিপি দিয়েছে গার্ডিয়ান ফোরাম       ফরিদপুরের উদ্দেশ্যে খুলনা ছেড়েছেন এনসিপি নেতারা       আ.লীগ জঙ্গী সংগঠন, গোপালগঞ্জ ফ্যাসিস্টদের আশ্রয় কেন্দ্র; অভিযুক্তদেরকে আইনের আওতায় আনতে হবে    
 


এক ইলিশ সাত হাজার টাকা

পর্যটনকেন্দ্র কুয়াকাটা সৈকতসংলগ্ন গভীর সমুদ্রে জেলে মো. আলমাস মিয়ার জালে ধরা পড়েছে দুই কেজি ২০০ গ্রাম ওজনের একটি ইলিশ। এটি গতকাল মঙ্গলবার সকালে ঘাটলাসংলগ্ন মাছ বাজারে বিক্রির জন্য আনা হলে হৈচৈ পড়ে যায়। সেখানকার মনি ফিশ আড়তে মাছটি বিক্রির জন্য নিলামে ওঠালে মো. হাসান নামের এক ব্যক্তি ছয় হাজার ৮৪০ টাকায় সেটি কিনে নেন।

স্থানীয় মাছ ব্যবসায়ী মো. মাসুম বলেন, সাধারণত এক কেজি ওজনের চেয়ে বড় ইলিশের প্রতি কেজি বাজারে বিক্রি হচ্ছে এক হাজার ৮০০ থেকে এক হাজার ৯০০ টাকায়।

কিন্তু এই মাছটি নিলামে ওঠালে ক্রেতার উপস্থিতি বেশি হওয়ায় ছয় হাজার ৮৪০ টাকায় কিনে নেন হাসান নামের এক মৎস্য ব্যবসায়ী। এ সময় বড় আকারে ইলিশটি দেখতে বহু মানুষ ভিড় করে।

মো. আলমাস বলেন, ‘সাগরে গিয়ে বরাবরের মতো হাইরচর নামক স্থানে জাল ফেলি। এ সময় বড় ইলিশটি আমাদের জালে ধরা পড়ে। ওই সাইজের মাছের দামও একটু বেশি হয়। সাগরে এমনিতেও এখন বেশি মাছ মিলছে না। তবে এমন বড় আকারের মাছ পেলে পরিবার-পরিজন নিয়ে ভালো থাকতে পারতাম।’ তাই নিলামে মাছটি এক লাখ পনের হাজার টাকা মণ দরে বিক্রি হয়েছে। এতে মাছটির মূল্য হয়েছে ৬ হাজার ৮৪০ টাকা।’

জানতে চাইলে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘এটি আসলেই ভালো খবর। এ সাইজের মাছ মূলত গভীর সমুদ্রে থাকে। সমুদ্রের মোহনায় পলি পড়ার কারণে গভীরতা কমে যাচ্ছে, তাই সমুদ্রের মোহনা খনন এবং জালের প্রশস্ততা বাড়ালে এ ধরনের মাছ বেশি ধরা পড়বে বলে আশা করা যাচ্ছে।


Top