আজ || শনিবার, ১৯ জুলাই ২০২৫
শিরোনাম :
  জুলাই অভ্যূত্থানে শহীদ স্মরণে খুলনায় বিএনপির মৌন মিছিল – তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি সহ্য করা হবেনা       সাকিব রায়হানের কবর জিয়ারত; পরিবারের পাশে বিভাগীয় কমিশনার       মীর মুগ্ধ’র শাহাদাত বার্ষিকী – শোকে শ্রদ্ধায় কৃতি শিক্ষার্থীকে স্মরণ করলো খুলনা বিশ্ববিদ্যালয়       যুবদল নেতা মাহবুব হত্যা : খুলনা ও সাতক্ষীরা থেকে আরও দু’জন গ্রেফতার       খুলনায় জামায়াতের বিক্ষোভ – দেশ এখনও ফ্যাসিবাদ মুক্ত হয়নি       পরিস্থিতির জন্য অন্তবর্তী সরকারের নির্লিপ্ততা দায়ী : খুলনা যুবদল       বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসনে শৈলমারী গেটের পলি অপসারণ শুরু       কুয়েট চালুর দাবিতে ইউজিসি’তে স্মারকলিপি দিয়েছে গার্ডিয়ান ফোরাম       ফরিদপুরের উদ্দেশ্যে খুলনা ছেড়েছেন এনসিপি নেতারা       আ.লীগ জঙ্গী সংগঠন, গোপালগঞ্জ ফ্যাসিস্টদের আশ্রয় কেন্দ্র; অভিযুক্তদেরকে আইনের আওতায় আনতে হবে    
 


বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় ২ নাগরিক আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১১অক্টোবর) রাতে উপজেলার সীমান্তবর্তী বাউতলা এলাকা থেকে (৬০বিজিবি) আখাউড়া বিওপি টহলকারী জওয়ানরা তাদের আটক করেন। বিজিবির জিজ্ঞাসাবাদে তারা ভারতীয় নাগরিক বলে স্বীকার করেছে।

আটকরা হলেন- ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা জয়পুর সীমান্ত এলাকার বাসিন্দারা মান্নান মিয়ার ছেলে মো. মুন্না মিয়া (২৪) এবং একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২১)। ৬০ বিজিবি আখাউড়া বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ দুই ভারতীয় নাগরিক ত্রিপুরা রাজ্য সীমান্তের মেইন পিলার ২০২৪/৪এস এলাকার বাসিন্দা। তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে বাউতলা নামক একটি গ্রাম্যবাজারে ঘুরাফেরা করছিল। এ সময় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন।

আইনি প্রক্রিয়া শেষে রাতেই তাদেরকে আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।


Top