আজ || শনিবার, ১৯ জুলাই ২০২৫
শিরোনাম :
  জুলাই অভ্যূত্থানে শহীদ স্মরণে খুলনায় বিএনপির মৌন মিছিল – তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি সহ্য করা হবেনা       সাকিব রায়হানের কবর জিয়ারত; পরিবারের পাশে বিভাগীয় কমিশনার       মীর মুগ্ধ’র শাহাদাত বার্ষিকী – শোকে শ্রদ্ধায় কৃতি শিক্ষার্থীকে স্মরণ করলো খুলনা বিশ্ববিদ্যালয়       যুবদল নেতা মাহবুব হত্যা : খুলনা ও সাতক্ষীরা থেকে আরও দু’জন গ্রেফতার       খুলনায় জামায়াতের বিক্ষোভ – দেশ এখনও ফ্যাসিবাদ মুক্ত হয়নি       পরিস্থিতির জন্য অন্তবর্তী সরকারের নির্লিপ্ততা দায়ী : খুলনা যুবদল       বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসনে শৈলমারী গেটের পলি অপসারণ শুরু       কুয়েট চালুর দাবিতে ইউজিসি’তে স্মারকলিপি দিয়েছে গার্ডিয়ান ফোরাম       ফরিদপুরের উদ্দেশ্যে খুলনা ছেড়েছেন এনসিপি নেতারা       আ.লীগ জঙ্গী সংগঠন, গোপালগঞ্জ ফ্যাসিস্টদের আশ্রয় কেন্দ্র; অভিযুক্তদেরকে আইনের আওতায় আনতে হবে    
 


অধিনায়ক শান্তরই যখন বিপিএলের দল নিশ্চিত হয় না

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ২০২৫ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ড্রাফট বা খেলোয়াড় নিলাম হবে আগামীকাল। টুর্নামেন্টের ১১ তম সংস্করণের জন্য এরই মধ্যে দল গোছানো শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিরা। খেলোয়াড় ধরে রাখা ও সরাসরি চুক্তি মিলিয়ে স্থানীয় ১৮ ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। চট্টগ্রাম কিংস বিদেশি ৬ ক্রিকেটারকেও সরাসরি চুক্তিতে দলে নিয়েছে।

তবে নিলামের আগ পর্যন্ত বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে চূড়ান্ত করেনি কোনো দল। বিশ্বের বেশিরভাগ ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেই জাতীয় দলের অধিনায়কের দল আগেই নিশ্চিত থাকে সাধারণত। বিপিএলের গত দুই মৌসুমে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন এই বাঁহাতি ব্যাটার। এবার তাঁকে ছেড়ে দিয়েছে দলটি। ২০২৩ বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছিলেন তিনি, হাতে তুলেছিলেন টুর্নামেন্ট সেরার পুরস্কারও। বিপিএলের পরের মৌসুমেই মুদ্রার উল্টো পিঠ দেখালেন শান্ত। ১২ ইনিংসে রান করেছিলেন ১৭৫, গড় ১৪.৫৮। সবচেয়ে বেশি সমালোচনা হয়েছিল টি-টোয়েন্টিতে তাঁর ব্যাটিংয়ের ধরন নিয়ে। টুর্নামেন্টে শান্তর স্ট্রাইকরেট ছিল ৯৩.৫৮ এবং ছিল না কোনো ছক্কা।

জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে টানা ১৮ ইনিংসে কোনো ফিফটি নেই শান্তর। এর মধ্যে ৮ ইনিংসে আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। সর্বশেষ ভারত সফরে তিন টি-টোয়েন্টি মিলিয়ে করেছেন ৫২ রান। স্বাভাবিকভাবেই ছন্দহারা শান্তকে তাই কাল উঠতে হচ্ছে বিপিএলের নিলামে। যাঁর ঘরোয়া টুর্নামেন্টের দল পেতেই অপেক্ষা করতে হয়, জাতীয় দলে তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য।

২০২৫ বিপিএলের ‘এ’ ক্যাটাগরির ১২ ক্রিকেটারের মধ্যে ৮ জন ইতিমধ্যে দল পেয়েছেন। শান্তসহ নিলামের আরও অপেক্ষায় থাকতে হচ্ছে লিটন দাস, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও মাহমুদউল্লাহ রিয়াদকে।

মুশফিকুর রহিম ও তামিম ইকবালকে ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। শান্তকে ছাড়লেও সিলেট স্ট্রাইকার্স রেখে দিয়েছে তানজিম হাসান সাকিব ও জাকির হাসানকে। খুলনা টাইগার্সও রিটেইন করেছে নাসুম আহমেদ-আফিফ হোসেনকে। রংপুর রাইডার্স রেখে দিয়েছে নুরুল হাসান সোহান-শেখ মেহেদী হাসানকে।

শুরুতেই চমক দিয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস। সরাসরি চুক্তিতে তারা নিয়েছে ‘এ’ ক্যাটাগরির মোস্তাফিজুর রহমান এবং ‘বি’ ক্যাটাগরির তানজিদ হাসান তামিমকে। রংপুর ছেড়ে দেওয়ায় সাকিব আল হাসানকে সরাসরি চুক্তিতে নিয়েছে চিটাগং কিংস। শরীফুলকেও নিয়েছে নতুন দলটি।

গত মৌসুমে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলেছিলেন তাওহীদ হৃদয়। ‘এ’ ক্যাটাগরির হৃদয়কে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে ফরচুন বরিশাল। কুমিল্লার আরেক ক্রিকেটার জাকের আলী অনিককে ভিড়িয়েছে সিলেট। বরিশাল রিটেইন না করায় মেহেদী হাসান মিরাজকে কিনেছে খুলনা। মোহাম্মদ সাইফউদ্দিনকে কিনেছে রংপুর।

‘বি’ ক্যাটাগরির এনামুল হক বিজয় ও ‘ডি’ ক্যাটাগরির জিসান আলমকে সরাসরি চুক্তিতে নিয়েছে দুর্বার রাজশাহী। এবারের বিপিএলে প্লেয়ার্স ড্রাফটের তালিকায় স্থানীয় ১৯৮ ও বিদেশি খেলোয়াড় ৪৪০ জন। চট্টগ্রাম কিংস এরই মধ্যে বিদেশি ৬ ক্রিকেটারকেও সরাসরি চুক্তিতে দলে নিয়েছে। ইংলিশ অলরাউন্ডার মইন আলী, দুই শ্রীলঙ্কান অ্যাঞ্জেলো ম্যাথুস-বিনুরা ফার্নান্দো, পাকিস্তানের উসমান খান, হায়দার আলী ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে নিয়েছে তারা।


Top