দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টটি হওয়ার কথা ছিল সাবিক আল হাসানের ক্যারিয়ারের শেষ টেস্ট। সিরিজের প্রথম টেস্টের জন্য ঘোষিত স্কোয়াডে সাকিবের নামও ছিল। তবে অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে সাকিব আর দেশে আসেননি। তাই সাকিবকে ছাড়াই শুরু হয় মিরপুর টেস্ট। সাকিব দলে না থাকায় স্পিনার হিসেবে তাইজুলের সুযোগ পাওয়াটা ছিল অবধারিতই।
সুযোগ পেয়েই নিজেকে আবারও প্রমাণ করলেন তাইজুল। আজ প্রথম দিনেই নিয়েছে প্রোটিয়াদের ৫ উইকেট। এদিন চতুর্থ উইকেট শিকারের মধ্য দিয়ে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ২০০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেছেন তাইজুল। এর আগে বাংলাদেশি বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেটে কীর্তি ছিল শুধু ছিল সাকিবেরই।
তবে তাইজুল সাকিবকে ছাড়িয়ে গেছেন অন্য একটি ক্ষেত্রে। ২০০ উইকেটের মাইলফলক ছুঁতে সাকিবের লেগেছিল ৫৪ টেস্ট, তাইজুল সেটা ছুঁলেন ৪৮ টেস্টেই।
৭১ ম্যাচে ২৪৬ উইকেট সাকিবের। আর ৪৮ টেস্টে তাইজুলের উইকেট সংখ্যা এখন ২০১। আগামীকাল মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে উইকেট সংখ্যাটা আরও বাড়িয়ে নেয়ার সুযোগ থাকছে তাইজুলের।
শেরে বাংলা স্টেডিয়ামে টেস্ট উইকেট নেয়ার হিসেবেও সাকিবকে ছাড়িয়ে তাইজুল এখন সর্বোচ্চ উইকেটশিকারি। মিরপুরের মাঠে ৭৪ উইকেট নিয়ে নেমেছিলেন তাইজুল, এখন তার নামের পাশে ১৬ ম্যাচে ৭৯ উইকেট। মিরপুরে সাকিব ৭৬ উইকেট নিয়েছিলেন ২১ টেস্টে।