দেশে চলতি অক্টোবর মাসের প্রথম ১৯ দিনে ১৫৩ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে, যা দেশি মুদ্রায় প্রায় ১৮ হাজার ৩৬০ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, আলোচ্য সময়ে সরকারি ব্যাংকগুলো ৪০ কোটি ডলার, বিশেষায়িত ব্যাংকগুলো ৭ কোটি ৮১ লাখ ও বেসরকারি ব্যাংকগুলো ১০৫ কোটি ডলারের প্রবাসী আয় এনেছে।
মাসের প্রথম ১৯ দিনে সবচেয়ে বেশি প্রবাসী আয় এনেছে ইসলামী ব্যাংক, যা পরিমাণে ৩০ কোটি ৮১ লাখ ডলার। জনতা ব্যাংকের মাধ্যমে দ্বিতীয় সর্বোচ্চ ১০ কোটি ৫৫ লাখ ডলার এসেছে। এ ছাড়া সোনালী ব্যাংক ১০ কোটি ৪০ লাখ, ব্র্যাক ব্যাংক ৯ কোটি ৬৩ লাখ, রূপালী ব্যাংক ৯ কোটি ৬০ লাখ, অগ্রণী ব্যাংক ৯ কোটি ৫১ লাখ, ব্যাংক এশিয়া ৭ কোটি ২৮ লাখ ডলারের প্রবাসী আয় এনেছে।