আজ || শনিবার, ১৯ জুলাই ২০২৫
শিরোনাম :
  জুলাই অভ্যূত্থানে শহীদ স্মরণে খুলনায় বিএনপির মৌন মিছিল – তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি সহ্য করা হবেনা       সাকিব রায়হানের কবর জিয়ারত; পরিবারের পাশে বিভাগীয় কমিশনার       মীর মুগ্ধ’র শাহাদাত বার্ষিকী – শোকে শ্রদ্ধায় কৃতি শিক্ষার্থীকে স্মরণ করলো খুলনা বিশ্ববিদ্যালয়       যুবদল নেতা মাহবুব হত্যা : খুলনা ও সাতক্ষীরা থেকে আরও দু’জন গ্রেফতার       খুলনায় জামায়াতের বিক্ষোভ – দেশ এখনও ফ্যাসিবাদ মুক্ত হয়নি       পরিস্থিতির জন্য অন্তবর্তী সরকারের নির্লিপ্ততা দায়ী : খুলনা যুবদল       বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসনে শৈলমারী গেটের পলি অপসারণ শুরু       কুয়েট চালুর দাবিতে ইউজিসি’তে স্মারকলিপি দিয়েছে গার্ডিয়ান ফোরাম       ফরিদপুরের উদ্দেশ্যে খুলনা ছেড়েছেন এনসিপি নেতারা       আ.লীগ জঙ্গী সংগঠন, গোপালগঞ্জ ফ্যাসিস্টদের আশ্রয় কেন্দ্র; অভিযুক্তদেরকে আইনের আওতায় আনতে হবে    
 


সিলেটের পরিত্যক্ত কূপ খনন করে মিলল বিপুল পরিমাণ গ্যাস।

সিলেটে পুরোনো একটি গ্যাসকূপ খনন করে বিপুল পরিমাণ  গ্যাসের সন্ধান পাওয়া গেছে। সফলভাবে খননকাজ শেষে সিলেট গ্যাস ফিল্ডের ৭নং কূপে ১ হাজার ২০০ মিটার গভীরতায় গ্যাসের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)।এখান থেকে দৈনিক প্রায় ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস পরীক্ষামূলকভাবে উত্তোলন করা যাবে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কালবেলাকে জানান, গত ১৪ অক্টোবর ৭ নম্বর কূপের ২ হাজার ১০ মিটার গভীরতায় গ্যাসের সন্ধান পাওয়া যায়।

মঙ্গলবার (২২ অক্টোবর) ওই কূপের আরেকটি জোনে ১ হাজার ২০০ মিটার গভীরতায় প্রাথমিকভাবে দৈনিক ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ওই কূপ থেকে পাওয়া গ্যাস এক মাসের ভেতরে জাতীয় গ্রিডে যুক্ত হবে। সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের উৎপাদনে থাকা কূপগুলো থেকে এখন প্রতিদিন প্রায় ১৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বলে জানান তিনি।

এর আগে এ বছরের ২৪ মে খননকাজ শেষে সিলেটের কৈলাশটিলা গ্যাস ক্ষেত্রের ৮নং কূপে দৈনিক ২১ মিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান পাওয়ার যায়। এ নিয়ে গত এক বছরে সিলেটের পাঁচটি কূপে গ্যাসের সন্ধান মিলল।

বর্তমানে গ্যাস সংকট থাকায় এসব কূপ খনন করে গ্যাসের নতুন মজুত আবিষ্কার দেশের জন্য অবশ্যই সুসংবাদ। যেসকল কূপের রিজার্ভ শেষ হয়েছে কিংবা শেষ হওয়ার পথে, সেসব কূপে খননের মাধ্যমে বিপুল পরিমাণ গ্যাস পাওয়া সম্ভব বলে দেশের ভূতত্ত্ববিদগণ মনে করেন। আর এ বিষয়ে প্রেট্রোবাংলার সাফল্য ঈর্ষণীয়।


Top