সিলেটে পুরোনো একটি গ্যাসকূপ খনন করে বিপুল পরিমাণ গ্যাসের সন্ধান পাওয়া গেছে। সফলভাবে খননকাজ শেষে সিলেট গ্যাস ফিল্ডের ৭নং কূপে ১ হাজার ২০০ মিটার গভীরতায় গ্যাসের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)।এখান থেকে দৈনিক প্রায় ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস পরীক্ষামূলকভাবে উত্তোলন করা যাবে বলে ধারণা করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কালবেলাকে জানান, গত ১৪ অক্টোবর ৭ নম্বর কূপের ২ হাজার ১০ মিটার গভীরতায় গ্যাসের সন্ধান পাওয়া যায়।
এর আগে এ বছরের ২৪ মে খননকাজ শেষে সিলেটের কৈলাশটিলা গ্যাস ক্ষেত্রের ৮নং কূপে দৈনিক ২১ মিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান পাওয়ার যায়। এ নিয়ে গত এক বছরে সিলেটের পাঁচটি কূপে গ্যাসের সন্ধান মিলল।
বর্তমানে গ্যাস সংকট থাকায় এসব কূপ খনন করে গ্যাসের নতুন মজুত আবিষ্কার দেশের জন্য অবশ্যই সুসংবাদ। যেসকল কূপের রিজার্ভ শেষ হয়েছে কিংবা শেষ হওয়ার পথে, সেসব কূপে খননের মাধ্যমে বিপুল পরিমাণ গ্যাস পাওয়া সম্ভব বলে দেশের ভূতত্ত্ববিদগণ মনে করেন। আর এ বিষয়ে প্রেট্রোবাংলার সাফল্য ঈর্ষণীয়।