আজ || শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
শিরোনাম :
  যুবদল নেতা মাহবুব হত্যা : খুলনা ও সাতক্ষীরা থেকে আরও দু’জন গ্রেফতার       খুলনায় জামায়াতের বিক্ষোভ – দেশ এখনও ফ্যাসিবাদ মুক্ত হয়নি       পরিস্থিতির জন্য অন্তবর্তী সরকারের নির্লিপ্ততা দায়ী : খুলনা যুবদল       বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসনে শৈলমারী গেটের পলি অপসারণ শুরু       কুয়েট চালুর দাবিতে ইউজিসি’তে স্মারকলিপি দিয়েছে গার্ডিয়ান ফোরাম       ফরিদপুরের উদ্দেশ্যে খুলনা ছেড়েছেন এনসিপি নেতারা       আ.লীগ জঙ্গী সংগঠন, গোপালগঞ্জ ফ্যাসিস্টদের আশ্রয় কেন্দ্র; অভিযুক্তদেরকে আইনের আওতায় আনতে হবে       খুলনায় অপহরণ মামলার প্রধান আসামী ছাত্রদল নেতা       কুয়েটে এক বছরের অনিয়ম তদন্তে ইউজিসি’র তদন্ত কমিটি       খুলনার সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল সাড়ে ৪ ঘন্টা    
 


শিল্পাঙ্গনের বর্ষপূর্তি ও গুণীজন সংবর্ধনা

খুলনার খালিশপুরের সাংস্কৃতিক সংগঠন শিল্পাঙ্গন একাডেমির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকেলে খুলনার শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

এ সময় সমাজের বিভিন্ন স্তরে অবদান রাখায় মুরালী লোক-সংস্কৃতি বিকাশ ও গবেষণা কেন্দ্রের পরিচালক ও প্রশিক্ষক নিখিল কৃষ্ণ মজুমদার, কবি ও গীতিকার এস এম হুসাইন বিল্লাহ ও কবি-লেখক এম এম তৈয়াবুর রহমানকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়।

শিল্পাঙ্গন একাডেমীর সভাপতি শেখ শাহ্জাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ‘ল’ কলেজের অধ্যাপক এ্যাড. কুদরাত-ই-খুদা। বিশেষ অতিথি ছিলেন, বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপ-পরিচালক মোহাম্মদ হামিদুর রহমান, সমাজসেবক নিজাম উর রহমান লালু ও মতলুবুর রহমান মিতুল। একাডেমির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সাহার সঞ্চালনায় ও খন্দকার খলিলুর রহমানের সহযোগিতায় আরও উপস্থিত ছিলেন, একাডেমির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন, সাহিত্য সম্পাদক শিমুল আক্তার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বেল্লাল হোসেন সজল, সাংস্কৃতিক সম্পাদক সৌমেন সরকার-সহ একাডেমির শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


Top