আজ || শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
শিরোনাম :
  যুবদল নেতা মাহবুব হত্যা : খুলনা ও সাতক্ষীরা থেকে আরও দু’জন গ্রেফতার       খুলনায় জামায়াতের বিক্ষোভ – দেশ এখনও ফ্যাসিবাদ মুক্ত হয়নি       পরিস্থিতির জন্য অন্তবর্তী সরকারের নির্লিপ্ততা দায়ী : খুলনা যুবদল       বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসনে শৈলমারী গেটের পলি অপসারণ শুরু       কুয়েট চালুর দাবিতে ইউজিসি’তে স্মারকলিপি দিয়েছে গার্ডিয়ান ফোরাম       ফরিদপুরের উদ্দেশ্যে খুলনা ছেড়েছেন এনসিপি নেতারা       আ.লীগ জঙ্গী সংগঠন, গোপালগঞ্জ ফ্যাসিস্টদের আশ্রয় কেন্দ্র; অভিযুক্তদেরকে আইনের আওতায় আনতে হবে       খুলনায় অপহরণ মামলার প্রধান আসামী ছাত্রদল নেতা       কুয়েটে এক বছরের অনিয়ম তদন্তে ইউজিসি’র তদন্ত কমিটি       খুলনার সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল সাড়ে ৪ ঘন্টা    
 


সিটিজেন ল্যাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

খুলনা মহানগরের প্রাণকেন্দ্র ময়লাপোতা মোড় এ অবস্থিত “সিটিজেন ল্যাব” ডক্টর এন্ড ডায়াগনস্টিক’র এক বছর পূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় সিটিজেন ল্যাবের চেয়ারম্যান রবিউল ইসলাম রানার সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক আলী আজম মিঠুর পরিচালনায় কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমএ খুলনার সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ খান শাকিল আহমেদ, ডাঃ ফয়সাল আলম, ডাঃ নাজনীন নাহার, পূবালী ব্যাংক খুলনা অঞ্চল প্রধান শেখ মো. সামসোদ্দোহা। এছাড়াও উপস্থিত ছিলেন সিটিজেন ল্যাবের সকল পরিচালক, কর্মকর্তা, কর্মচারী ও সেবা গ্রহীতারা।
সিটিজেন ল্যাব প্রতিষ্ঠাকাল থেকে আজ পর্যন্ত যাঁরা অক্লান্ত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়েছেন তাঁদের সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সিটিজেন ল্যাবের চেয়ারম্যান রবিউল ইসলাম রানা। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আলী আজম মিঠু বলেন, সকলের সহযোগীতা ও অনুপ্রেরণায় এ পথ পাড়ি দিতে আমাদের সাহস জুগিয়েছে। অতিথিরা সিটিজেন ল্যাবের সার্ভিস এর উত্তরোত্তর সাফল্য কামনা করে বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএমএ খুলনার সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম বলেন, সিটিজেন ল্যাব এভাবেই সামনে এগিয়ে চলুক এবং আরও বড় পরিসরে উন্নত সেবাদান কার্যক্রম চালিয়ে যাক সেই দোয়া ও উত্তরোত্তর সাফল্য কামনা করি।


Top