আজ || শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
শিরোনাম :
  যুবদল নেতা মাহবুব হত্যা : খুলনা ও সাতক্ষীরা থেকে আরও দু’জন গ্রেফতার       খুলনায় জামায়াতের বিক্ষোভ – দেশ এখনও ফ্যাসিবাদ মুক্ত হয়নি       পরিস্থিতির জন্য অন্তবর্তী সরকারের নির্লিপ্ততা দায়ী : খুলনা যুবদল       বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসনে শৈলমারী গেটের পলি অপসারণ শুরু       কুয়েট চালুর দাবিতে ইউজিসি’তে স্মারকলিপি দিয়েছে গার্ডিয়ান ফোরাম       ফরিদপুরের উদ্দেশ্যে খুলনা ছেড়েছেন এনসিপি নেতারা       আ.লীগ জঙ্গী সংগঠন, গোপালগঞ্জ ফ্যাসিস্টদের আশ্রয় কেন্দ্র; অভিযুক্তদেরকে আইনের আওতায় আনতে হবে       খুলনায় অপহরণ মামলার প্রধান আসামী ছাত্রদল নেতা       কুয়েটে এক বছরের অনিয়ম তদন্তে ইউজিসি’র তদন্ত কমিটি       খুলনার সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল সাড়ে ৪ ঘন্টা    
 


আফগানদের কাছে হারের দায় উইকেটকে দিলেন মিরাজ

২৩৬ রানের আপাত মামুলি লক্ষ্য পেয়েও আফগানিস্তানের কাছে ৯২ রানে হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে এমন হারের পর মাথা হেঁট হয়ে গেছে গোটা দলের। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ম্যাচ হারের দায় নিজের কাঁধেই নিয়েছিলেন।

তবে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে শুক্রবার (৮ নভেম্বর) সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলছেন, দায় আসলে শারজার উইকেটের। ১২ রানে শেষ ৭ উইকেট হারানোর ব্যাখ্যায় এই অলরাউন্ডার বলেছেন, ‘আমি শান্তকে বারবার বলছিলাম এই উইকেটে আমাদের দুজনের যেহেতু খেলতে সমস্যা হচ্ছে পরের ব্যাটারদের জন্য অনেক কঠিন হবে।’

‘হঠাৎ করে উইকেট স্লো টার্নিং হচ্ছিল, কখনও সোজা আসছিল, বোঝা যাচ্ছিল না কোন বল সোজা যাবে কোনটা টার্ন করবে’-যোগ করেন মিরাজ।

ম্যাচে আফগান স্পিনার গাজানফার একাই ৬ উইকেট শিকার করে বাংলাদেশের তরী ডুবিয়ে দেন। তার ঘূর্ণিজাদুর সামনে অসহায় আত্মসমর্পণ করেন বাংলাদেশি ব্যাটাররা।

যদিও বাংলাদেশি ব্যাটারদের এমন হতশ্রী পারফরম্যান্স যে শারজাতেই দেখা গেছে তা নয়। ঘরের মাঠে সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজেও ব্যাটাররা হালে পানি পাননি। এর আগের সিরিজগুলোতেও ব্যাটিং নিয়ে ভুগেছেন ব্যাটাররা। তাই সমস্যা আসলে উইকেটে, না নিজেদের মানসিকতায়–সেটা আরেকটু তলিয়ে ভাবতে পারেন মিরাজরা।


Top