আজ || শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
শিরোনাম :
  যুবদল নেতা মাহবুব হত্যা : খুলনা ও সাতক্ষীরা থেকে আরও দু’জন গ্রেফতার       খুলনায় জামায়াতের বিক্ষোভ – দেশ এখনও ফ্যাসিবাদ মুক্ত হয়নি       পরিস্থিতির জন্য অন্তবর্তী সরকারের নির্লিপ্ততা দায়ী : খুলনা যুবদল       বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসনে শৈলমারী গেটের পলি অপসারণ শুরু       কুয়েট চালুর দাবিতে ইউজিসি’তে স্মারকলিপি দিয়েছে গার্ডিয়ান ফোরাম       ফরিদপুরের উদ্দেশ্যে খুলনা ছেড়েছেন এনসিপি নেতারা       আ.লীগ জঙ্গী সংগঠন, গোপালগঞ্জ ফ্যাসিস্টদের আশ্রয় কেন্দ্র; অভিযুক্তদেরকে আইনের আওতায় আনতে হবে       খুলনায় অপহরণ মামলার প্রধান আসামী ছাত্রদল নেতা       কুয়েটে এক বছরের অনিয়ম তদন্তে ইউজিসি’র তদন্ত কমিটি       খুলনার সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল সাড়ে ৪ ঘন্টা    
 


যশোরে পৌর কৃষক দল সভাপতিকে গুলি করে হত্যা

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলামকে (৫০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যার দিকে ডহর মশিয়াহাটি গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

 

 

নিহত তরিকুল অভয়নগর উপজেলার ধোপাদি গ্রামের বাসিন্দা এবং নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি ছিলেন।

পুলিশ জানায়, মাছের একটি ঘের সংক্রান্ত বিরোধের জেরে বৃহস্পতিবার বিকেলে এক সালিশে অংশ নিতে যান তরিকুল। সালিশ চলাকালে কথা কাটাকাটি বাধে। এক পর্যায়ে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।

অন্যদিকে তরিকুলের বন্ধু হাফিজুর রহমান জানান, কে বা কারা মোবাইলফোনে মাছের ঘেরের চুক্তিপত্র করার জন্য তরিকুলকে ডেকে নিয়ে যান। পরে তিনি ডহর মশিয়াহাটি গ্রামে গেলে সন্ত্রাসীরা তাকে জিম্মি করে পিন্টু বিশ্বাসের বাড়ির একটি ঘরে নিয়ে তিন রাউন্ড গুলি করে এবং এলোপাতাড়ি কুপিয়ে হত্যা নিশ্চিত করে ফেলে রাখে।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। এলাকায় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েনও করা হয়েছে।


Top