আজ || শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
শিরোনাম :
  যুবদল নেতা মাহবুব হত্যা : খুলনা ও সাতক্ষীরা থেকে আরও দু’জন গ্রেফতার       খুলনায় জামায়াতের বিক্ষোভ – দেশ এখনও ফ্যাসিবাদ মুক্ত হয়নি       পরিস্থিতির জন্য অন্তবর্তী সরকারের নির্লিপ্ততা দায়ী : খুলনা যুবদল       বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসনে শৈলমারী গেটের পলি অপসারণ শুরু       কুয়েট চালুর দাবিতে ইউজিসি’তে স্মারকলিপি দিয়েছে গার্ডিয়ান ফোরাম       ফরিদপুরের উদ্দেশ্যে খুলনা ছেড়েছেন এনসিপি নেতারা       আ.লীগ জঙ্গী সংগঠন, গোপালগঞ্জ ফ্যাসিস্টদের আশ্রয় কেন্দ্র; অভিযুক্তদেরকে আইনের আওতায় আনতে হবে       খুলনায় অপহরণ মামলার প্রধান আসামী ছাত্রদল নেতা       কুয়েটে এক বছরের অনিয়ম তদন্তে ইউজিসি’র তদন্ত কমিটি       খুলনার সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল সাড়ে ৪ ঘন্টা    
 


স্থানীয় নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চায় জামায়াত.রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠায় জামায়াত একমত

জাতীয় সংসদ নির্বচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এমনটি জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। এছাড়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠায় জামায়াত একমত বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের চতুর্থ দিনের সংলাপের মাঝে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

এ সময় সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, “রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন মতামত দিয়েছে। নীতিগতভাবে এক্সটেন্ড ইলেক্টোরাল কলেজ পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে মত দিয়েছে জামায়াত।”

তিনি বলেন, “সংসদের প্রস্তাবিত উচ্চকক্ষ বাস্তবায়ন হলে নিম্নকক্ষের ৩০০ জন এবং উচ্চকক্ষের ১০০ জন সংসদ সদস্যের গোপন ব্যালটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। আবার স্থানীয় সরকারের প্রতিনিধিদের এতে অন্তর্ভুক্ত করার কথা বলেছি। এর মধ্যে থাকবেন ৬৪ জেলা পরিষদ চেয়ারম্যান ও ১২ সিটি মেয়র। আবার ইউপি চেয়ারম্যান-মেম্বারসহ স্থানীয় সরকারের ৭০ হাজার প্রতিনিধিও ভোট দিতে পারবেন।”

জামায়াতের এই নেতা আরও বলেন, “অধিকাংশ রাজনৈতিক দলই এ পদ্ধতির পক্ষে। জামায়াত এ প্রস্তাবে খুশি।”


Top