আমার দেশ পাবলিকেশন্স লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও সম্পাদক মাহমুদুর রহমানের মা শিক্ষাবীদ অধ্যাপিকা মাহমুদা বেগমের রুহের মাগফিরাত কামনায় নগরীর সোনাপোতা মাধ্যমিক বিদ্যালয়ে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আমার দেশ পাঠক মেলা খুলনা শাখার উদ্যোগে শনিবার সকালে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত দোয়ায় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা অংশ নেন।
মরহুমার জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ইউএনবির খুলনা প্রতিনিধি শেখ দিদারুল আলম, দৈনিক আমার দেশ খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন ও পাঠক মেলার সভাপতি বিশিষ্ট ব্যাংকার নুরুল ইমাম খান মিঠু। সমাপনী বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মো: সাহেব আলী সরদার। দোয়া শেষে স্কুলের কর্মচারীদের হাতে পাঠক মেলার পক্ষ থেকে রোদ বর্ষায় ব্যবহারের জন্য ছাতা তুলে দেওয়া হয়।