খুলনায় আবাসিক হোটেলে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ৪৭৬ পিস ইয়াবাসহ নাজিম উদ্দিন খান ওরফে বেলাল নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার গভীর রাতে নগরীর সোনাডাঙ্গা থানার মজিদ স্মরণীর হোটেল জেড এন প্যালেসের ৭০৬ নং কক্ষ থেকে তাকে আটক করা হয়। আটক বেলাল নগরীর ছোট বয়রা এলাকার মৃত কামরুদ্দিন খানের ছেলে।
সোনাডাঙ্গা থানার ডিউটি অফিসার এসআই আব্দুল হাই বিকেল ৪টার দিকে জানান, কোস্ট গার্ড ও নৌ বাহিনীর সদস্যরা অস্ত্র, গুলি ও মাদকসহ একজনকে আটক করেছে। তাকে কিছুক্ষণ আগে থানায় নিয়ে এসেছে। পুলিশের কাছে হস্তান্তরের পর মামলা হবে।