আজ || শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
শিরোনাম :
  যুবদল নেতা মাহবুব হত্যা : খুলনা ও সাতক্ষীরা থেকে আরও দু’জন গ্রেফতার       খুলনায় জামায়াতের বিক্ষোভ – দেশ এখনও ফ্যাসিবাদ মুক্ত হয়নি       পরিস্থিতির জন্য অন্তবর্তী সরকারের নির্লিপ্ততা দায়ী : খুলনা যুবদল       বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসনে শৈলমারী গেটের পলি অপসারণ শুরু       কুয়েট চালুর দাবিতে ইউজিসি’তে স্মারকলিপি দিয়েছে গার্ডিয়ান ফোরাম       ফরিদপুরের উদ্দেশ্যে খুলনা ছেড়েছেন এনসিপি নেতারা       আ.লীগ জঙ্গী সংগঠন, গোপালগঞ্জ ফ্যাসিস্টদের আশ্রয় কেন্দ্র; অভিযুক্তদেরকে আইনের আওতায় আনতে হবে       খুলনায় অপহরণ মামলার প্রধান আসামী ছাত্রদল নেতা       কুয়েটে এক বছরের অনিয়ম তদন্তে ইউজিসি’র তদন্ত কমিটি       খুলনার সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল সাড়ে ৪ ঘন্টা    
 


তারেক রহমানকে কটুক্তি, খুলনায় ড্যাবের প্রতিবাদ সমাবেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে খুলনায় চিকিৎসকদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব খুলনা মেডিকেল কলেজ শাখা সমাবেশের আয়োজন করে।

সাবেক ছাত্রনেতা ডাঃ রাশেদুজ্জামান ছোটনের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ড্যাব খুমেক শাখার সাধারণ সম্পাদক ডাঃ আবু জাফর সালেহ পলাশ। বক্তৃতা করেন ডাঃ মোস্তফা কামাল, ডাঃ তাজমুল ইমলাম, ডাঃ কামরুল হুদা নিশান, ডাঃ মাহাবুব রোশেদ, কর্মচারি পরিষদের নেতা মোঃ আলিম, নার্সিং নেত্রী হোসনেয়ারা খানম প্রমুখ।

সমাবেশে বক্তারা সম্প্রতি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য অন্তবর্তীকালীন সরকারকে দায়ি করেন। মিটফোর্ডের নির্মম হত্যাকান্ডের দায় বিএনপির ওপর চাপানোর নিন্দা জানান। জামায়াত শিবির ও এনসিপির নাম উল্লেখ করে বক্তারা বলেন, এই গুপ্ত সংগঠন দেশের ভিতরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে পরিকল্পিতভাবে নির্বাচন পিছিয়ে দিতে চায়।


Top