আজ || রবিবার, ২০ জুলাই ২০২৫
শিরোনাম :
  খুলনায় বিষাক্ত মদপানে ৫ জনের মৃত্যু       মাহবুব হত্যা মামলা – নিরীহ ব্যক্তিদেরকে হয়রানির অভিযোগ পুলিশের বিরুদ্ধে       মুগ্ধ স্মরণে কেইউ ইনসাইডার্স এর বৃক্ষরোপণ       সমাবেশে পথে সড়ক দূর্ঘটনায় জামায়াতের থানা আমীর নিহত       জুলাই অভ্যূত্থানে শহীদ স্মরণে খুলনায় বিএনপির মৌন মিছিল – তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি সহ্য করা হবেনা       সাকিব রায়হানের কবর জিয়ারত; পরিবারের পাশে বিভাগীয় কমিশনার       মীর মুগ্ধ’র শাহাদাত বার্ষিকী – শোকে শ্রদ্ধায় কৃতি শিক্ষার্থীকে স্মরণ করলো খুলনা বিশ্ববিদ্যালয়       যুবদল নেতা মাহবুব হত্যা : খুলনা ও সাতক্ষীরা থেকে আরও দু’জন গ্রেফতার       খুলনায় জামায়াতের বিক্ষোভ – দেশ এখনও ফ্যাসিবাদ মুক্ত হয়নি       পরিস্থিতির জন্য অন্তবর্তী সরকারের নির্লিপ্ততা দায়ী : খুলনা যুবদল    
 


খুলনায় বিষাক্ত মদপানে ৫ জনের মৃত্যু

বিষাক্ত মদপানে খুলনায় ৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে নগরীর বয়রা পূজা খোলা এলাকায় মদপানের পর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর একে একে মৃত্যু হয় তাদের।

মৃত ব্যক্তিরা হলেন- বয়রা সেরের বাজার মোড়ের বাসিন্দা আব্দুর রবের ছেলে বাবু (৫০), বয়রা মধ্যপাড়া এলাকার বাসিন্দা আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), বয়রা জংশন রোডের বাসিন্দা গৌতম কুমার বিশ্বাস (৪৭), আজিবর (৫৯) ও তোতা (৬০)।

এছাড়া মহানগরীর খালিশপুর দাসপাড়া এলাকার বাসিন্দা সনু গুরুতর অসুস্থ্য হওয়ায় তাকে খুলনা বিশেষায়িত হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

সোনাডাঙ্গা মডেল থানার অপারেশন অফিসার উপ-পরিদর্শক (এস আই) আবদুল হাই এসআই বলেন, দুপুরে বয়রা এলাকায় তোতা মিয়ার হোটেলে এ ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তিরা সেখানে গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে তাদের কয়েকজনকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। ওখানে কয়েকজন মারাও যায়। মারা গেলে পরিবারের সদস্যরা তাদের বাড়িতে নিয়ে যায়। সনু নামের এক ব্যক্তির অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা বিশেষায়িত হাসাপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ঘটনার পরপর পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


Top