ঢাকায় জাতীয় সমাবেশে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু সাঈদ। শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাত তিনটার দিকে ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ডে দাড়িয়ে থাকা বাসের বহরের পিছনে রয়েল পরিবহনের একটি বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আনিসুর রহমান ও মো. কামাল হোসেন নামের আরও দু’জন আহত হন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আনিসুর রহমানের অবস্থা আশংকাজনক।
খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম জানান, শনিবার দুপুরে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে যোগ দিতে দাকোপ থেকে বাসে রওনা দেন। রাত ৩টার দিকে ভাঙ্গায় গাড়িবহর যাত্রা বিরতি নিয়েছিল। মাওলানা আবু সাঈদ বাস থেকে নেমে দাঁড়িয়েছিলেন। পেছন থেকে আরেকটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মাওলানা আবু সাঈদ মারা যান। আরও দুই জন আহত হন।
নিহত আবু সাঈদ চালনা বিল্লালিয়া মাদ্রাসার সহকারী মৌলভী হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ও ৪ মেয়ে রেখেছেন। জানাযা ও দাফনের সময় পরে জানানো হবে।
এদিকে জাতীয় সমাবেশে যোগ দিতে ২৬০ টি বাস ও ট্রেনের একটি বগি রিজার্ভ করে ঢাকায় গেছেন জাময়াতে ইসলামির খুলনা মহানগর ও জেলা শাখার নেতাকর্মীরা। এর মধ্যে ১১০ টি বাসে মহানগর ও ১৫০ টি বাসে জেলার নেতাকর্মীরা ঢাকা যান। পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও অনেকে সমাবেশে যোগ দিয়েছেন।
জামায়াতের খুলনা মহানগর সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন হেলাল বলেন, এই মহাসমাবেশে খুলনার নেতাকর্মীরা সত:স্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। ইতোমধ্যে গাড়ি ঢাকায় পৌছেছে।