আজ || শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
শিরোনাম :
  যুবদল নেতা মাহবুব হত্যা : খুলনা ও সাতক্ষীরা থেকে আরও দু’জন গ্রেফতার       খুলনায় জামায়াতের বিক্ষোভ – দেশ এখনও ফ্যাসিবাদ মুক্ত হয়নি       পরিস্থিতির জন্য অন্তবর্তী সরকারের নির্লিপ্ততা দায়ী : খুলনা যুবদল       বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসনে শৈলমারী গেটের পলি অপসারণ শুরু       কুয়েট চালুর দাবিতে ইউজিসি’তে স্মারকলিপি দিয়েছে গার্ডিয়ান ফোরাম       ফরিদপুরের উদ্দেশ্যে খুলনা ছেড়েছেন এনসিপি নেতারা       আ.লীগ জঙ্গী সংগঠন, গোপালগঞ্জ ফ্যাসিস্টদের আশ্রয় কেন্দ্র; অভিযুক্তদেরকে আইনের আওতায় আনতে হবে       খুলনায় অপহরণ মামলার প্রধান আসামী ছাত্রদল নেতা       কুয়েটে এক বছরের অনিয়ম তদন্তে ইউজিসি’র তদন্ত কমিটি       খুলনার সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল সাড়ে ৪ ঘন্টা    
 


প্রকাশিত সংবাদ আমি আমলেই নিচ্ছি না : মোখলেস উর রহমান

ডিসি নিয়োগে অর্থ লেনদেন সংক্রান্ত যে সংবাদ দৈনিক কালবেলা প্রকাশ করেছে তা মিথ্যা বলে দাবি করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মো. মোখলেস উর রহমান। তিনি বলেন, দ্রুতই এই বিষয় নিয়ে আমি প্রেস কাউন্সিলে যাব।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

দৈনিক কালবেলায় আজ প্রকাশিত এক সংবাদ দাবি করছে, সম্প্রতি জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে ভয়াবহ কেলেঙ্কারি হয়েছে। এ নিয়োগ বাণিজ্যের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এবং দুই যুগ্ম সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ ও আলী আযম সরাসরি জড়িত। টাকা-পয়সার লেনদেন নিয়ে হোয়াটসঅ্যাপের কথোপকথনের কিছু তথ্যও প্রকাশ করা হয়েছে প্রতিবেদনটিতে।

এ নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে মোখলেস উর রহমান বলেন, ‘যে খবর বের হয়েছে তা অসত্য। আমি আমলেই নিচ্ছি না।’

মোখলেস উরসহ অভিযুক্ত ৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্যের
প্রকাশিত স্ক্রিনশট নিয়ে এই জ্যেষ্ঠ সচিব বলেন, ‘আমার মোবাইলটা হলো স্যামসাং, ওখানে যেটা শো করেছে (কালবেলা) সেটা হলো আইফোন। আইফোন কি আমি ব্যবহার করি? আমি ব্যবহার করি স্যামসাং। ওনারা কে কি দেখাল ওনাদেরকে সেটা জিজ্ঞাসা করেন। আমি এটার কিছুই জানি না। ‘আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ। আমার সরকার যে টেলিফোন দিয়েছে সেটাও আমি ব্যবহার করি না। আপনি জানেন, আমার আগের যে নাম্বার সেটাই আমি ব্যবহার করি।’

নিউজের সত্যতা নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে এই সচিব বলেন, আপনারা যদি স্টান্টবাজি নিউজ করতে চান, তাহলে এসব প্রশ্ন করতে পারেন। আপনারা যারা আমাকে চেনেন, তারা জানেন আমি কেমন। বিন্দুবিসর্গ যেখানে সত্যতা নাই, সেখানে ভালোকে ভালো আর খারাপকে খারাপ বলবই। এই প্রশ্ন করার আগে নিজেদের প্রশ্ন করেন, কতদূর যৌক্তিক হচ্ছে আমাকে প্রশ্ন করা।

তিনি আরও বলেন, যারা এই সংবাদ করেছে, তাদের আমরা কতটুকু গুরুত্ব দেব। একটা রাস্তার লোক অনেক কথা বলতে পারে, আমি তার পেছনে দৌড়াব? আমরা সরকারের পজিশনে থেকে জনগণের জন্য কাজ করি। যেভাবে আছে সেভাবেই করব। আল্লাহ যতদিন হায়াতে রেখেছে। তিনি বলেন, প্রতিবেদনে যে অভিযোগ করা হয়েছে তার কোনো মূল্য নেই। এটা ফেক নিউজ।


Top