দিনাজপুরের বিরল উপজেলা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আজ শুক্রবার ভোরে উপজেলার ভান্ডারা ইউনিয়নের কিশোরীগঞ্জ বিওপি নোনাগ্রাম ৩৩১/৪ এস পিলারসংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলার মুর্শিদহাট মিলরোড এলাকার শ্রী রামা রায়ের ছেলে মেগনেট রায় (২৫) ও নীলফামারী জেলার পলাশবাড়ী ইউনিয়নের নীলফামারী গ্রামের প্রফুল্ল রায়ের ছেলে লিখন রায় (১৯)।
বিজিবি জানায়, শুক্রবার ভোরে বিরল উপজেলার কিশোরীগঞ্জ বিওপির সীমান্ত পিলার ৩৩১/৪ এস এর কাছে কিছু বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় বিজিবির টহল দল ওই দুই যুবককে আটক করে বিরল থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
উল্লেখ্য, এর আগে গত ২৯ সেপ্টেম্বর শনিবার মধ্যরাতে একই উপজেলার ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর বিওপির মেইন পিলার ৩২৯/৮ এস থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মৌচুষা গ্রামের দীপপাড়া এলাকায় ভারতীয় সীমান্তে অনুপ্রবেশের চেষ্টাকালে পাঁচজনকে আটক করেছিল বিজিবি।