আজ || শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
শিরোনাম :
  যুবদল নেতা মাহবুব হত্যা : খুলনা ও সাতক্ষীরা থেকে আরও দু’জন গ্রেফতার       খুলনায় জামায়াতের বিক্ষোভ – দেশ এখনও ফ্যাসিবাদ মুক্ত হয়নি       পরিস্থিতির জন্য অন্তবর্তী সরকারের নির্লিপ্ততা দায়ী : খুলনা যুবদল       বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসনে শৈলমারী গেটের পলি অপসারণ শুরু       কুয়েট চালুর দাবিতে ইউজিসি’তে স্মারকলিপি দিয়েছে গার্ডিয়ান ফোরাম       ফরিদপুরের উদ্দেশ্যে খুলনা ছেড়েছেন এনসিপি নেতারা       আ.লীগ জঙ্গী সংগঠন, গোপালগঞ্জ ফ্যাসিস্টদের আশ্রয় কেন্দ্র; অভিযুক্তদেরকে আইনের আওতায় আনতে হবে       খুলনায় অপহরণ মামলার প্রধান আসামী ছাত্রদল নেতা       কুয়েটে এক বছরের অনিয়ম তদন্তে ইউজিসি’র তদন্ত কমিটি       খুলনার সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল সাড়ে ৪ ঘন্টা    
 


নাসরাল্লাহর সম্ভাব্য উত্তরসূরি মারা গেছেন?

হিজবুল্লাহর নিহত নেতা সাইয়্যেদ হাসান নাসরাল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিয়েদ্দিন নিহত হয়েছেন কি না, ইসরায়েল এখনো তা নিশ্চিত করতে পারছে না। এক সরকারি মুখপাত্র সোমবার এ তথ্য জানিয়েছেন। রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে গত সপ্তাহে তিনি ইসরায়েলি বিমান হামলার শিকার হয়েছেন বলে খবর পাওয়া যায়।

হাশেম সাফিয়েদ্দিনের মৃত্যুর বিষয়টি ইসরায়েল নিশ্চিত করতে পারবে কি না জানতে চাইলে মুখপাত্র ডেভিড মেন্সার একটি অনলাইন ব্রিফিংয়ে বলেন, ‘আমাদের কাছে এখনো সেই নিশ্চিতকরণ নেই। যখন নিশ্চিত হবে, তখন তা আইডিএফের (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) ওয়েবসাইটে প্রকাশ করা হবে।’

এদিকে একজন হিজবুল্লাহ কর্মকর্তা রবিবার রয়টার্সকে জানান, বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে বৃহস্পতিবার ইসরায়েল বোমা হামলা চালায়। ইসরায়েল সেই এলাকায় উদ্ধার কার্যক্রমে বাধা দিচ্ছে। ধারণা করা হচ্ছে হামলার সময় সাফিয়েদ্দিন ওই এলাকায় ছিলেন।

ইসরায়েল প্রায় এক বছরের লড়াইয়ে হিজবুল্লাহর সামরিক কমান্ড ও শীর্ষস্থানীয় নেতৃত্বের অনেককেই হত্যা করেছে। এই সংঘাত শুরু হয়েছিল গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পরদিন। হামাসের হামলার পর ইসরায়েল গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করলে হিজবুল্লাহ ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে নতুন ফ্রন্ট খোলে।


Top