আজ || শনিবার, ১৯ জুলাই ২০২৫
শিরোনাম :
  জুলাই অভ্যূত্থানে শহীদ স্মরণে খুলনায় বিএনপির মৌন মিছিল – তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি সহ্য করা হবেনা       সাকিব রায়হানের কবর জিয়ারত; পরিবারের পাশে বিভাগীয় কমিশনার       মীর মুগ্ধ’র শাহাদাত বার্ষিকী – শোকে শ্রদ্ধায় কৃতি শিক্ষার্থীকে স্মরণ করলো খুলনা বিশ্ববিদ্যালয়       যুবদল নেতা মাহবুব হত্যা : খুলনা ও সাতক্ষীরা থেকে আরও দু’জন গ্রেফতার       খুলনায় জামায়াতের বিক্ষোভ – দেশ এখনও ফ্যাসিবাদ মুক্ত হয়নি       পরিস্থিতির জন্য অন্তবর্তী সরকারের নির্লিপ্ততা দায়ী : খুলনা যুবদল       বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসনে শৈলমারী গেটের পলি অপসারণ শুরু       কুয়েট চালুর দাবিতে ইউজিসি’তে স্মারকলিপি দিয়েছে গার্ডিয়ান ফোরাম       ফরিদপুরের উদ্দেশ্যে খুলনা ছেড়েছেন এনসিপি নেতারা       আ.লীগ জঙ্গী সংগঠন, গোপালগঞ্জ ফ্যাসিস্টদের আশ্রয় কেন্দ্র; অভিযুক্তদেরকে আইনের আওতায় আনতে হবে    
 


মোদির গদি কি নড়বড়ে হয়ে গেলো!

ভারতের ক্ষমতাসীন জোটের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি কি বাংলাদেশ হতে পালিয়ে যাওয়া স্বৈরাচারী শাসক শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে নিজেই বিপদে পড়তে যাচ্ছেন?
ভারতীয় পার্লামেন্টে বিরোধীপক্ষের এমপি বেশ একহাত নিচ্ছেন তাঁকে। সুবক্তা ও অভিজ্ঞ এমপি আসাদ উদ্দিন ওয়াইসি বেশ ভালোভাবেই তার বক্তব্য তুলে ধরেছেন। বিরোধী দল তো বটেই, সরকারি দলের অনেকের ভাষ্য, একজন ব্যক্তির জন্য আমরা ১৭ কোটি বাংলাদেশীর দুষমন হতে রাজি নই।
ভারতীয় লোকসভার সর্বশেষ নির্বাচনে বিজেপি নের্তৃত্বে এনডিএ জোট ২৯৩ আসনে জয়লাভ করে সরকার গঠন করতে সমর্থ হয়। ৫৪৩ সদস্য বিশিষ্ট পার্লামেন্টে ২৮২ আসনে জয়লাভ করলে সরকার গঠন করা যায়। বিজেপি তথা এনডিএ জোট সরকার গঠন করলেও বিজেপির নিজস্ব আসন মাত্র ২৪০। মিত্রদের মধ্যে তেলেগু দেশম পার্টি এবং জনতা দল (ইউনাইটেড) বৃহত্তম শরীক। ভয়ের ব্যাপার হলো, এই দুই বড় শরীকের একজন সরে গেলেই নরেন্দ্র মোদির সরকার সংখ্যাগরিষ্ঠতা হারাবে। আবার এই দুই শরীক প্রধান চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার পাল্টিবাজ নামে কুখ্যাত। নিজের লাভের জন্য কখন যে বিরোধী পক্ষে যোগ দেবে সেটা তারা নিজেরাও জানেনা।
বাংলাদেশের কুখ্যাত স্বৈরশাসক হাসিনাকে আশ্রয় দিয়ে নরেন্দ্র মোদি এখন উভয় সংকটে পড়েছে। দেশে বিদেশে ব্যাপক সমালোচনার ঝড়। পাশাপাশি পশিমা বিশ্বও খুব সহজভাবে নিচ্ছে না। কংগ্রেসের চালিকাশক্তি রাহুল গান্ধী বিদেশ সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কঠোর সমালোচনা করছেন।
বিগত লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোট নামে বিরোধীদের যে জোট গঠিত হয় তার পেছনে মার্কিন হাত থাকতে পারে বলে অনেকেই মনে করতো। এখন যদি মার্কিন কলকাঠি নাড়াচাড়া করার ফসল হিসেবে চন্দ্রবাবু নাইডু কিংবা নীতিশ কুমার পাল্টি দেয়, তাহলে নরেন্দ্র মোদির পতন হয়ে যাবে।
বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড: মুহাম্মদ ইউনূস পশ্চিমা বিশ্বের ঘনিষ্ঠ মিত্র। মিত্রকে রক্ষায় মার্কিনীদের পদক্ষেপ সারাবিশ্ব জানে।
এমতাবস্থায় ভারতীয় প্রধানমন্ত্রী কি একজন কুখ্যাত ব্যক্তিকে আশ্রয় দিয়ে নিজের গদি হারানোর ঝুঁকি নিবেন!


Top