আজ || শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
শিরোনাম :
  যুবদল নেতা মাহবুব হত্যা : খুলনা ও সাতক্ষীরা থেকে আরও দু’জন গ্রেফতার       খুলনায় জামায়াতের বিক্ষোভ – দেশ এখনও ফ্যাসিবাদ মুক্ত হয়নি       পরিস্থিতির জন্য অন্তবর্তী সরকারের নির্লিপ্ততা দায়ী : খুলনা যুবদল       বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসনে শৈলমারী গেটের পলি অপসারণ শুরু       কুয়েট চালুর দাবিতে ইউজিসি’তে স্মারকলিপি দিয়েছে গার্ডিয়ান ফোরাম       ফরিদপুরের উদ্দেশ্যে খুলনা ছেড়েছেন এনসিপি নেতারা       আ.লীগ জঙ্গী সংগঠন, গোপালগঞ্জ ফ্যাসিস্টদের আশ্রয় কেন্দ্র; অভিযুক্তদেরকে আইনের আওতায় আনতে হবে       খুলনায় অপহরণ মামলার প্রধান আসামী ছাত্রদল নেতা       কুয়েটে এক বছরের অনিয়ম তদন্তে ইউজিসি’র তদন্ত কমিটি       খুলনার সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল সাড়ে ৪ ঘন্টা    
 


সাবেক প্রেসিডেন্ট নির্বাচনে এবার লড়বেন মেয়র পদে

অবসরের ঘোষণা দিয়ে ফের রাজনীতিতে ফিরছেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। ফিলিপাইনের দক্ষিণ সিটির মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সোমবার নিবন্ধন করেছেন সাবেক এই মেয়র।

২০১৬ সালে ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে দুতার্তে, প্রায় দুই দশক মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দেশটিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে আলোচনায় আসেন দুতার্তে। তার নির্দেশে মাদকবিরোধী অভিযানে ৬ হাজারেরও বেশি মানুষ মারা যায় ফিলিপাইনে।

মাদকবিরোধী অভিযানের নামে নির্বিচারে মানুষ হত্যা করায়, ২০১৯ সালে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতার বিরুদ্ধে অপরাধী হিসাবে দুতার্তেকে দোষী সাব্যস্ত করে। যেই তদন্ত এখনও চলমান রয়েছে।

পরে ২০২২ সালে দুতার্তের প্রেসিডেন্ট মেয়াদ শেষ হলে তিনি জানান, রাজনীতি থেকে অবসর নেবেন তিনি। বর্তমানে তার মেয়ে সারা দুতার্তে দেশটির ভাইস প্রেসিডেন্ট। তবে অবসর ভেঙে এবার রাজনীতিতে ফিরছেন দুতার্তে।

যদিও তার রাজনৈতিক প্রত্যাবর্তন আটকাতে কঠোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন মানবাধিকার গোষ্ঠী এবং তার রাজনৈতিক বিরোধীরা। তবে এসব উপেক্ষা করেই নির্বাচনে অংশ নেবেন তিনি। কেননা, বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সাথে মতভেদ রয়েছে তার। যাকে কদিন আগেই একজন দুর্বল নেতা এবং মাদকাসক্ত হিসাবে প্রকাশ্যে তিরস্কার করেছেন দুতার্তে।


Top