আজ || শনিবার, ১৯ জুলাই ২০২৫
শিরোনাম :
  জুলাই অভ্যূত্থানে শহীদ স্মরণে খুলনায় বিএনপির মৌন মিছিল – তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি সহ্য করা হবেনা       সাকিব রায়হানের কবর জিয়ারত; পরিবারের পাশে বিভাগীয় কমিশনার       মীর মুগ্ধ’র শাহাদাত বার্ষিকী – শোকে শ্রদ্ধায় কৃতি শিক্ষার্থীকে স্মরণ করলো খুলনা বিশ্ববিদ্যালয়       যুবদল নেতা মাহবুব হত্যা : খুলনা ও সাতক্ষীরা থেকে আরও দু’জন গ্রেফতার       খুলনায় জামায়াতের বিক্ষোভ – দেশ এখনও ফ্যাসিবাদ মুক্ত হয়নি       পরিস্থিতির জন্য অন্তবর্তী সরকারের নির্লিপ্ততা দায়ী : খুলনা যুবদল       বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসনে শৈলমারী গেটের পলি অপসারণ শুরু       কুয়েট চালুর দাবিতে ইউজিসি’তে স্মারকলিপি দিয়েছে গার্ডিয়ান ফোরাম       ফরিদপুরের উদ্দেশ্যে খুলনা ছেড়েছেন এনসিপি নেতারা       আ.লীগ জঙ্গী সংগঠন, গোপালগঞ্জ ফ্যাসিস্টদের আশ্রয় কেন্দ্র; অভিযুক্তদেরকে আইনের আওতায় আনতে হবে    
 


সেনা ও র‍্যাবের পোশাক পড়ে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৮

রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরিধান করে ডাকাতির ঘটনায় আটজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রোববার (১৩ অক্টোবর) বাহিনীটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ৫ জন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর চাকরিচ্যুত সদস্য। বাকি তিনজন বেসামরিক নাগরিক। এ ঘটনায় র‍্যাবের কেউ ছিল কি না তা তদন্ত চলছে। তবে গ্রেফতারকৃতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। র‍্যাব আরও জানায়, অভিযানে নগদ ৭ লাখ টাকা, কিছু স্বর্ণালংকার এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

এর আগে, শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাতে মোহাম্মদপুর থানায় একটি ডাকাতি মামলাটি দায়ের করা হয়। মামলায় ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

প্রসঙ্গত, গত শুক্রবার (১১ অক্টোবর) গভীর রাতে মোহাম্মদপুরে তিন রাস্তা মোড়ের কাছে একটি বাড়িতে সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করে। একপর্যায়ে তারা ওই বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

ডিএমপি জানিয়েছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


Top