আজ || শনিবার, ১৯ জুলাই ২০২৫
শিরোনাম :
  জুলাই অভ্যূত্থানে শহীদ স্মরণে খুলনায় বিএনপির মৌন মিছিল – তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি সহ্য করা হবেনা       সাকিব রায়হানের কবর জিয়ারত; পরিবারের পাশে বিভাগীয় কমিশনার       মীর মুগ্ধ’র শাহাদাত বার্ষিকী – শোকে শ্রদ্ধায় কৃতি শিক্ষার্থীকে স্মরণ করলো খুলনা বিশ্ববিদ্যালয়       যুবদল নেতা মাহবুব হত্যা : খুলনা ও সাতক্ষীরা থেকে আরও দু’জন গ্রেফতার       খুলনায় জামায়াতের বিক্ষোভ – দেশ এখনও ফ্যাসিবাদ মুক্ত হয়নি       পরিস্থিতির জন্য অন্তবর্তী সরকারের নির্লিপ্ততা দায়ী : খুলনা যুবদল       বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসনে শৈলমারী গেটের পলি অপসারণ শুরু       কুয়েট চালুর দাবিতে ইউজিসি’তে স্মারকলিপি দিয়েছে গার্ডিয়ান ফোরাম       ফরিদপুরের উদ্দেশ্যে খুলনা ছেড়েছেন এনসিপি নেতারা       আ.লীগ জঙ্গী সংগঠন, গোপালগঞ্জ ফ্যাসিস্টদের আশ্রয় কেন্দ্র; অভিযুক্তদেরকে আইনের আওতায় আনতে হবে    
 


সিলেটের পাথর রাজ্যের ‘লর্ড’ আ.লীগ নেতা কালা মিয়া গ্রেফতার

সিলেটের পাথর রাজ্যের অন্যতম ‘লর্ড’ কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব আলী ওরফে কালা মিয়াকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব-৯।

আফতাব আলী ওরফে কালা মিয়া (৫০) তেলিখাল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান। যুক্তরাজ্য বিএনপির সভাপতি আবদুল মালেকের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।শনিবার রাতে সিলেট নগরের পূর্ব দরগাহ গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৯–এর সহকারী পুলিশ সুপার(গণমাধ্যম) মো. মশিহুর রহমান জানান, মামলার পর থেকে আফতাব আলী পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাকে সিলেটের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, হামলা ও নাশকতার অভিযোগে আফতাব আলীর বিরুদ্ধে সিলেটের দক্ষিণ সুরমা থানায় গত ১১ সেপ্টেম্বর মামলা হয়। এক সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১০টার দিকে সিলেট নগরের পূর্ব দরগাহ গেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেন জানান, গ্রেফতারের পর আফতাব আলীকে থানায় হস্তান্তর করে র‌্যাব। পরে তাকে আজ বেলা ১১টার দিকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ২০২১ সালের ২৭ এপ্রিল সিলেট নগরের দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি আবদুল মালেকের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর দক্ষিণ সুরমা থানায় মামলা করেন আব্দুল মালেকের বাড়ির তত্ত্বাবধায়ক দক্ষিণ সুরমা উপজেলার তেতলী টিলাবাড়ির বাসিন্দা মো. আল আমিন।


Top