আজ || শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
শিরোনাম :
  যুবদল নেতা মাহবুব হত্যা : খুলনা ও সাতক্ষীরা থেকে আরও দু’জন গ্রেফতার       খুলনায় জামায়াতের বিক্ষোভ – দেশ এখনও ফ্যাসিবাদ মুক্ত হয়নি       পরিস্থিতির জন্য অন্তবর্তী সরকারের নির্লিপ্ততা দায়ী : খুলনা যুবদল       বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসনে শৈলমারী গেটের পলি অপসারণ শুরু       কুয়েট চালুর দাবিতে ইউজিসি’তে স্মারকলিপি দিয়েছে গার্ডিয়ান ফোরাম       ফরিদপুরের উদ্দেশ্যে খুলনা ছেড়েছেন এনসিপি নেতারা       আ.লীগ জঙ্গী সংগঠন, গোপালগঞ্জ ফ্যাসিস্টদের আশ্রয় কেন্দ্র; অভিযুক্তদেরকে আইনের আওতায় আনতে হবে       খুলনায় অপহরণ মামলার প্রধান আসামী ছাত্রদল নেতা       কুয়েটে এক বছরের অনিয়ম তদন্তে ইউজিসি’র তদন্ত কমিটি       খুলনার সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল সাড়ে ৪ ঘন্টা    
 


নবীনদের ফুল ও মিষ্টি দিয়ে বরণ করে নিল জাবি মাওলানা ভাসানী হল ছাত্রদলের নেতাকর্মীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (৫৩তম ব্যাচের) মাওলানা ভাসানী হলের নবাগত শিক্ষার্থীদের ফুল ও মিষ্টি দিয়ে বরণ করে নিলেন জাবি ছাত্রদলের নেতাকর্মীরা

জাবি শাখা ছাত্রদল সদ্য সাবেক সহ-সভাপতি মোঃ ফয়সাল হোসেন , মুজিব হল শাখার যুগ্ন আহবায়ক মোঃ মেহেদী হাসান এবং শহীদ রফিক জব্বার হলের যুগ্ম আহ্বায়ক অলকুর রহমান অলক এর নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় মাওলানা ভাসানী হলের নবাগতদের বরণ করে নেন ছাত্রদলের  নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী হলের ছাত্রদল নেতা দেওয়ান আলাউদ্দিন হোসেন ( ৪৫ তম ব্যাচ), সাইফুল ইসলাম (৪৫ তম), আরিফ ( ৪৫তম), রাসেল মাহমুদ ( ৪৬তম), মোঃ সুমন রেজা ( ৪৬তম), ফেরদৌস রহমান ( ৪৬তম),

বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সময় ক্যাম্পাসে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের অত্যাচারে সাধারণ শিক্ষার্থীরা নিজ নিজ সীটে থাকতে পারতেন না। তাদের গণরুমে থাকতে হতো। নিজ রুমে থাকতে হলে ছাত্রলীগের সন্ত্রাসীদের প্রতিমাসে ভাড়া হিসেবে ৫০০-২০০০/- টাকা পর্যন্ত দেয়া লাগতো। যারা টাকা দিতে অক্ষম ছিলো, তাদের দিনের পর দিন গণরুমে মানবেতর জীবনযাপন করতে হতো।

ছাত্রদল নেতা ফয়সাল বলেন, আমাদের দাবী ” বরাদ্দ যার, রুম তার “। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোন গণরুম থাকবে না, নবাগতদের বুলিং বা র‍্যাগ কালচার চিরতরে বন্ধ করে দিতে হবে।  ক্যাম্পাস ও হলের সুন্দর ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার ব্যাপারে তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সার্বিক সহায়তার আশ্বাস ও  তার দলের নেতাকর্মীরা কেউ অনৈতিক কর্মকাণ্ড করলে তাদের শাস্তি দেয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড: মো: কামরুল আহসান এবং সকল হল প্রভোস্ট,  প্রশাসনের অন্যান্য শিক্ষকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


Top