আজ || শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
শিরোনাম :
  যুবদল নেতা মাহবুব হত্যা : খুলনা ও সাতক্ষীরা থেকে আরও দু’জন গ্রেফতার       খুলনায় জামায়াতের বিক্ষোভ – দেশ এখনও ফ্যাসিবাদ মুক্ত হয়নি       পরিস্থিতির জন্য অন্তবর্তী সরকারের নির্লিপ্ততা দায়ী : খুলনা যুবদল       বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসনে শৈলমারী গেটের পলি অপসারণ শুরু       কুয়েট চালুর দাবিতে ইউজিসি’তে স্মারকলিপি দিয়েছে গার্ডিয়ান ফোরাম       ফরিদপুরের উদ্দেশ্যে খুলনা ছেড়েছেন এনসিপি নেতারা       আ.লীগ জঙ্গী সংগঠন, গোপালগঞ্জ ফ্যাসিস্টদের আশ্রয় কেন্দ্র; অভিযুক্তদেরকে আইনের আওতায় আনতে হবে       খুলনায় অপহরণ মামলার প্রধান আসামী ছাত্রদল নেতা       কুয়েটে এক বছরের অনিয়ম তদন্তে ইউজিসি’র তদন্ত কমিটি       খুলনার সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল সাড়ে ৪ ঘন্টা    
 


এবার ইসরাইলি সেনাদের উপর ট্রাক হামলা, হতাহত ৫৬

ইসরাইলের রাজধানী তেলআবিবে ট্রাক হামলায় ৫৬ ইসরাইলি সেনা হতাহত হয়েছে। মোসাদ সদর দপ্তরের কাছে একটি বাসস্ট্যান্ডে ওই ট্রাক হামলা চালানো হয়। রবিবার (২৭ অক্টোবর) স্থানীয় সংবাদ মাধ্যম আল-মায়াদিনের প্রতিবেদন অনুযায়ী, এ হামলায় অন্তত ৬ জন ইসরাইলি সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও প্রায় ৫০ জন ইসরাইলি সেনা, যাদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর।  

আল মায়াদিনের প্রতিবেদনে জানা গেছে, তেলআবিবের গ্লিলট এলাকায় চৌরাস্তার কাছে একটি বাসস্ট্যান্ডে ট্রাকটি অবস্থানরত সেনাদের ওপর দ্রুতগতিতে আঘাত হানে। ঘটনার পরপরই তদন্ত শুরু হয়েছে। হামলার পর আহতদের চিকিৎসার জন্য একটি হেলিকপ্টারও ঘটনাস্থলে পৌঁছেছে।

এদিকে, ইসরাইলি নিরাপত্তা বাহিনী হামলাকারী ট্রাক চালককে ঘটনাস্থলেই গুলি করে হত্যা করেছে বলে সূত্রে জানা গেছে।

ছবি:টাইমস অব ইসরায়েল।

সংবাদ:মেহের নিউজ এজেন্সি


Top