আজ || শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
শিরোনাম :
  যুবদল নেতা মাহবুব হত্যা : খুলনা ও সাতক্ষীরা থেকে আরও দু’জন গ্রেফতার       খুলনায় জামায়াতের বিক্ষোভ – দেশ এখনও ফ্যাসিবাদ মুক্ত হয়নি       পরিস্থিতির জন্য অন্তবর্তী সরকারের নির্লিপ্ততা দায়ী : খুলনা যুবদল       বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসনে শৈলমারী গেটের পলি অপসারণ শুরু       কুয়েট চালুর দাবিতে ইউজিসি’তে স্মারকলিপি দিয়েছে গার্ডিয়ান ফোরাম       ফরিদপুরের উদ্দেশ্যে খুলনা ছেড়েছেন এনসিপি নেতারা       আ.লীগ জঙ্গী সংগঠন, গোপালগঞ্জ ফ্যাসিস্টদের আশ্রয় কেন্দ্র; অভিযুক্তদেরকে আইনের আওতায় আনতে হবে       খুলনায় অপহরণ মামলার প্রধান আসামী ছাত্রদল নেতা       কুয়েটে এক বছরের অনিয়ম তদন্তে ইউজিসি’র তদন্ত কমিটি       খুলনার সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল সাড়ে ৪ ঘন্টা    
 


সালাম মুর্শেদী, তার স্ত্রীসহ ২০৫ জনের নামে মামলা

খুুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী ও তার স্ত্রী শারমিন সালামসহ তেরখাদা উপজেলা আওয়ামী লীগের ২০৫ জন নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) রাতে উপজেলা বিএনপির সদস্য আজিজুল হাকিম বাদী হয়ে তেরখাদা থানায় মামলাটি করেন।

এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি এফএম অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক কেএম আলমগীর হোসেন, তেরখাদা উপজেলার সাবেক চেয়ারম্যান আবুল হাসান মুসল্লী, সাবেক চেয়ারম্যান দ্বীন ইসলাম, আওয়ামী লীগ নেতা শেখ মো. মহসিন ও বুলবুল মোল্যাসহ ২০৫ জন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২২ ডিসেম্বর বিকেলে দিঘলিয়া উপজেলার নির্বাচনী জনসভা ও গণসংযোগ শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তেরখাদার মোকামপুর বাজার খেয়াঘাট এলাকায় পৌঁছালে আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের গাড়িবহরে হামলা, ভাঙচুর, গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটান। সেখানে তারা ২৮টি মোটরসাইকেল ভাঙচুর, নির্বাচনী লিফলেট, ১৬টি মোবাইল ফোন ও নগদ অর্থ লুট করে নিয়ে যান। এ সময় আসামিদের হামলায় আহত নেতাকর্মীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালসহ প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। তখন পরিবেশ পরিস্থিতি অনুকূলে না থাকায় থানায় এসে এজাহার দায়ের করতে পারেননি ভুক্তভোগীরা। বর্তমানে সরকার পতনের পর দেশের পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবং পরিস্থিতি অনুকূলে আসায় এই মামলাটি করা হয়েছে।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম ইমদাদুল হক বলেন, মামলায় ২০৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার নেই।

প্রসঙ্গত, সাবেক এমপি সালাম মূর্শেদী ১ অক্টোবর রাজধানী থেকে গ্রেপ্তার হন। বর্তমানে অন্য মামলায় তিনি কারাগারে আছেন।


Top