আজ || শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
শিরোনাম :
  যুবদল নেতা মাহবুব হত্যা : খুলনা ও সাতক্ষীরা থেকে আরও দু’জন গ্রেফতার       খুলনায় জামায়াতের বিক্ষোভ – দেশ এখনও ফ্যাসিবাদ মুক্ত হয়নি       পরিস্থিতির জন্য অন্তবর্তী সরকারের নির্লিপ্ততা দায়ী : খুলনা যুবদল       বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসনে শৈলমারী গেটের পলি অপসারণ শুরু       কুয়েট চালুর দাবিতে ইউজিসি’তে স্মারকলিপি দিয়েছে গার্ডিয়ান ফোরাম       ফরিদপুরের উদ্দেশ্যে খুলনা ছেড়েছেন এনসিপি নেতারা       আ.লীগ জঙ্গী সংগঠন, গোপালগঞ্জ ফ্যাসিস্টদের আশ্রয় কেন্দ্র; অভিযুক্তদেরকে আইনের আওতায় আনতে হবে       খুলনায় অপহরণ মামলার প্রধান আসামী ছাত্রদল নেতা       কুয়েটে এক বছরের অনিয়ম তদন্তে ইউজিসি’র তদন্ত কমিটি       খুলনার সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল সাড়ে ৪ ঘন্টা    
 


আমিরাতের ভুয়া প্রিন্সকে দেওয়া হলো ২০ বছরের কারাদণ্ড

আমিরাতের প্রিন্স হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করায় লেবাননের এক ব্যক্তিকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। তিনি যুক্তরাষ্ট্রেই থাকেন। সেখানে প্রতারণার জন্য নিজেকে আমিরাতের প্রিন্স হিসেবে জাহির করতেন তিনি।

অ্যালেক্স তানোস নামের ৩৯ বছর বয়সী এই লেবাননি দাবি করতেন তিনি একজন উচ্চপদস্থ ব্যবসায়ী এবং কূটনীতিক এবং আমিরাতের রাজ পরিবারের সঙ্গে তার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক আছে।

কিন্তু পরবর্তীতে জানা যায় তিনি হলেন একজন প্রতারক। তিনি বিশ্বব্যাপী প্রতারণা করতেন। তার ভিকটিমদের মিথ্যা কথা বলে অর্থ আদায় করতেন।

আদালতের নথি থেকে জানা যায়, অ্যালেক্স তানোস ভিকটিমদের বলতেন তাদের বিশাল অংকের বিনিয়োগ পাইয়ে দেবেন, আমিরাতের বড় প্রজেক্টে কাজের সুযোগ দেবেন। আর এই বিনিয়োগ পেতে হলে প্রাথমিক অবস্থায় অর্থ দিতে হবে। ভিকটিমদের কাছ থেকে এসব বলে অর্থ নিয়ে নিজে এবং পরিবারের সদস্যদের নিয়ে আয়েশি জীবন যাপন করতেন তিনি।

তার প্রতারণার অর্থের পরিমাণ হতো মিলিয়ন ডলার। তার খপ্পড়ে পড়ে অনেক ব্যবসায়ী নিঃস্ব হয়ে গেছেন।

অনলাইনে তিনি নিজেকে ‘যুক্তরাষ্ট্রে আমিরাতের শান্তির দূত’ এবং বিশাল কোম্পানির মালিক দাবি করতেন। কিন্তু তদন্তে জানা গেছে, নিজের বাবা-মায়ের ওপর নির্ভরশীল ছিলেন তিনি। এছাড়া সাবেক স্ত্রীর অর্থ দিয়ে চলতেন এই প্রতারক। চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর বিচার শেষে তাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সূত্র: খালিজ টাইমস


Top