আজ || শনিবার, ১৯ জুলাই ২০২৫
শিরোনাম :
  জুলাই অভ্যূত্থানে শহীদ স্মরণে খুলনায় বিএনপির মৌন মিছিল – তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি সহ্য করা হবেনা       সাকিব রায়হানের কবর জিয়ারত; পরিবারের পাশে বিভাগীয় কমিশনার       মীর মুগ্ধ’র শাহাদাত বার্ষিকী – শোকে শ্রদ্ধায় কৃতি শিক্ষার্থীকে স্মরণ করলো খুলনা বিশ্ববিদ্যালয়       যুবদল নেতা মাহবুব হত্যা : খুলনা ও সাতক্ষীরা থেকে আরও দু’জন গ্রেফতার       খুলনায় জামায়াতের বিক্ষোভ – দেশ এখনও ফ্যাসিবাদ মুক্ত হয়নি       পরিস্থিতির জন্য অন্তবর্তী সরকারের নির্লিপ্ততা দায়ী : খুলনা যুবদল       বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসনে শৈলমারী গেটের পলি অপসারণ শুরু       কুয়েট চালুর দাবিতে ইউজিসি’তে স্মারকলিপি দিয়েছে গার্ডিয়ান ফোরাম       ফরিদপুরের উদ্দেশ্যে খুলনা ছেড়েছেন এনসিপি নেতারা       আ.লীগ জঙ্গী সংগঠন, গোপালগঞ্জ ফ্যাসিস্টদের আশ্রয় কেন্দ্র; অভিযুক্তদেরকে আইনের আওতায় আনতে হবে    
 


সাকিব রায়হানের কবর জিয়ারত; পরিবারের পাশে বিভাগীয় কমিশনার

গত বছরের ১৯ জুলাই ঢাকার মীরপুর-১০ এ ফ্যাসিস্ট সরকার পতন আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন খুলনার ছেলে শেখ মো: সাকিব রায়হান। পরদিন খুলনার বসুপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। সাকিব মীরপুরের বায়তুস সবুর মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিলেন।

খুলনা বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ফিরোজ সরকার শুক্রবার সকালে ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ শেখ মো: সাকিব রায়হানের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে তিনি শহীদের পিতা শেখ মো: আজিজুর রহমান ও মাতা নুরনাহার বেগমের হাতে কেসিসি’র পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক তুলে দেন।

কবর জিয়ারতকালে কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, কালেক্টর অব ট্যাক্সেস মো: আব্দুল মাজেদ মোল্যা, লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমান, সোনাডাঙ্গা থানা বিএনপি’র সভাপতি মো: হাফিজুর রহমান মনি, বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাডাঙ্গা থানার সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের মহানগর নেতা ইমরান আহমেদ, এনসিপি’র মহানগর সংগঠক খান আহমেদ হামীম রাহাত, সিদ্দিকিয়া মহিলা মাদরাসা পরিচালনা কমিটির আহবায়ক আব্দুল আজিজ, সিদ্দিকিয়া মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আসিফ ইকবাল লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।


Top