আজ || শনিবার, ১৯ জুলাই ২০২৫
শিরোনাম :
  জুলাই অভ্যূত্থানে শহীদ স্মরণে খুলনায় বিএনপির মৌন মিছিল – তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি সহ্য করা হবেনা       সাকিব রায়হানের কবর জিয়ারত; পরিবারের পাশে বিভাগীয় কমিশনার       মীর মুগ্ধ’র শাহাদাত বার্ষিকী – শোকে শ্রদ্ধায় কৃতি শিক্ষার্থীকে স্মরণ করলো খুলনা বিশ্ববিদ্যালয়       যুবদল নেতা মাহবুব হত্যা : খুলনা ও সাতক্ষীরা থেকে আরও দু’জন গ্রেফতার       খুলনায় জামায়াতের বিক্ষোভ – দেশ এখনও ফ্যাসিবাদ মুক্ত হয়নি       পরিস্থিতির জন্য অন্তবর্তী সরকারের নির্লিপ্ততা দায়ী : খুলনা যুবদল       বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসনে শৈলমারী গেটের পলি অপসারণ শুরু       কুয়েট চালুর দাবিতে ইউজিসি’তে স্মারকলিপি দিয়েছে গার্ডিয়ান ফোরাম       ফরিদপুরের উদ্দেশ্যে খুলনা ছেড়েছেন এনসিপি নেতারা       আ.লীগ জঙ্গী সংগঠন, গোপালগঞ্জ ফ্যাসিস্টদের আশ্রয় কেন্দ্র; অভিযুক্তদেরকে আইনের আওতায় আনতে হবে    
 


খুলনায় লেবার পার্টির প্রতিনিধি সমাবেশে ডা. ইরান

আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তি গনতন্ত্র মানবাধিকার, ভোটাধিকার ও আইনের শাসনে বিশ্বাস করে না মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, গনহত্যায় জড়িত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। যারা গণহত্যায় জড়িত ছিল তাদের বাংলার মাটিতে রাজনীতি করার কোন অধিকার নেই। জুলাই গণঅভ্যূত্থান স্মরণে শনিবার সকালে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে মহানগর লেবার পার্টি আয়োজিত মহানগর প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

ইরান বলেন, জুলাই গণঅভ্যূত্থানে বিজয়ের কৃতিত্ব কারো একা নয়। ছাত্ররা যখন কোটা সংস্কার দাবিতে আন্দোলন শুরু করে তখনও দেশের রাজনৈতিক দলগুলো হাসিনা পতনের এক দফার আন্দোলন করছিল। বিএনপি নেতৃত্বাধীন জোটের শরীকদেরকে কোনঠাসা করে নব গঠিত কোন কোন দলকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এ ধরনের অশুভ তৎপরতা রাজনীতির জন্য সুখকর হবেনা।

ইরান বলেন, যে সংস্কারের দাবি আজ জোরদার সেই সংস্কার প্রথম শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শেখ মুজিবের রেখে যাওয়া ধ্বংসস্তুপ সরিয়ে তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র, উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি শুরু করেছিলেন। আর তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যে আগামী দিনের সংস্কার বিদ্যমান। প্রশাসনের অভ্যন্তরে এখনও ফ্যাসিবাদের দোসররা ঘাঁটি গেড়ে আছে ও জাতীয়তাবাদী পক্ষকে তারা হেনস্থা করছে বলে অভিযোগ করেন তিনি। এমনকি আন্দোলনের পক্ষশক্তির অনেকে এখন আওয়ামী লীগকে আশ্রয় দিচ্ছে জানিযে তিনি বলেন, এদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে।

খুলনা মহানগর লেবার পার্টির সভাপতি অধ্যক্ষ এ এস এম সাইফুদ্দোহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ টিপু সুলতানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা, আইনজীবী সমিতির আহবায়ক আব্দুল্লাহ হোসেন বাচ্চু, পার্টির ভাইস চেয়ারম্যান জহুরা খাতুন জুঁই, মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, খুলনা প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, আমার দেশ খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন, দপ্তর সম্পাদক মোঃ মিরাজ খান, ঢাকা মহানগর আহ্বায়ক মোঃ মাসুম চৌধুরী, পিরোজপুর জেলা সমন্বয়কারী মোঃ ইলিয়াস হোসেন মাঝি, চুয়াডাঙ্গা জেলা সমন্বয়কারী সাইফুল ইসলাম মিঠু, যশোর জেলা সদস্য সচিব মোঃ রাজ্জাকুল ইসলাম, যুব মিশন আহবায়ক সালমান খান বাদশা ও ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মোঃ মিলন।


Top