আজ || শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
শিরোনাম :
  জুলাই অভ্যূত্থানে শহীদ স্মরণে খুলনায় বিএনপির মৌন মিছিল – তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি সহ্য করা হবেনা       সাকিব রায়হানের কবর জিয়ারত; পরিবারের পাশে বিভাগীয় কমিশনার       মীর মুগ্ধ’র শাহাদাত বার্ষিকী – শোকে শ্রদ্ধায় কৃতি শিক্ষার্থীকে স্মরণ করলো খুলনা বিশ্ববিদ্যালয়       যুবদল নেতা মাহবুব হত্যা : খুলনা ও সাতক্ষীরা থেকে আরও দু’জন গ্রেফতার       খুলনায় জামায়াতের বিক্ষোভ – দেশ এখনও ফ্যাসিবাদ মুক্ত হয়নি       পরিস্থিতির জন্য অন্তবর্তী সরকারের নির্লিপ্ততা দায়ী : খুলনা যুবদল       বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসনে শৈলমারী গেটের পলি অপসারণ শুরু       কুয়েট চালুর দাবিতে ইউজিসি’তে স্মারকলিপি দিয়েছে গার্ডিয়ান ফোরাম       ফরিদপুরের উদ্দেশ্যে খুলনা ছেড়েছেন এনসিপি নেতারা       আ.লীগ জঙ্গী সংগঠন, গোপালগঞ্জ ফ্যাসিস্টদের আশ্রয় কেন্দ্র; অভিযুক্তদেরকে আইনের আওতায় আনতে হবে    
 


রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

লতি বছর রসায়নে নোবেল পেয়েছেন তিন মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকার এবং ডেমিস হাসাবিস ও জন জাম্পার। তারা কম্পিুউটেশনাল প্রোটিন ডিজাইন এবং প্রোটিনের কাঠামোর তৈরির গবেষণার জন্য এই পুরস্কার লাভ করলেন তারা। নোবেল পুরষ্কারের অর্ধেক অর্থ পাবেন ডেভিড বেকার একাই এবং বাকি অর্ধেক ডেমিস হাসাবিস ও জন জাম্পারকে ভাগ করে দেওয়া হবে।

বুধবার (৯ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটে সুইডিশ নোবেল একাডেমি এই পুরস্কার ঘোষণা করে।

নোবেলজয়ী বিজ্ঞানীরা প্রত্যেকে পাবেন একটি করে নোবেল মেডেল, একটি সনদপত্র এবং মোট ১১ মিলিয়ন বা ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা বা প্রায় ১০ লাখ ৬৭ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় ১২ কোটি ৮০ লাখ টাকার মতো! নোবেলজয়ীর মধ্যে এই অর্থ ভাগ করা দেওয়া হয়।

গত বছর রসায়নে নোবেল পেয়েছিলেন রুশ বিজ্ঞানী আলেক্সি ইয়াকিমভ, মার্কিন বিজ্ঞানী মুঙ্গি বাওয়েন্ডি ও লুই ব্রুসকে। কোয়ান্টাম সংশ্লেষণ বিষয়ক গবেষণা করে ন্যানোটেকনোলজিতে বিশেষ অবদান রাখায় তাঁদের নোবেল পুরস্কার দেওয়া হয়।

সূত্র : নোবেল প্রাইজ ডট অর্গ


Top