আজ || শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
শিরোনাম :
  জুলাই অভ্যূত্থানে শহীদ স্মরণে খুলনায় বিএনপির মৌন মিছিল – তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি সহ্য করা হবেনা       সাকিব রায়হানের কবর জিয়ারত; পরিবারের পাশে বিভাগীয় কমিশনার       মীর মুগ্ধ’র শাহাদাত বার্ষিকী – শোকে শ্রদ্ধায় কৃতি শিক্ষার্থীকে স্মরণ করলো খুলনা বিশ্ববিদ্যালয়       যুবদল নেতা মাহবুব হত্যা : খুলনা ও সাতক্ষীরা থেকে আরও দু’জন গ্রেফতার       খুলনায় জামায়াতের বিক্ষোভ – দেশ এখনও ফ্যাসিবাদ মুক্ত হয়নি       পরিস্থিতির জন্য অন্তবর্তী সরকারের নির্লিপ্ততা দায়ী : খুলনা যুবদল       বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসনে শৈলমারী গেটের পলি অপসারণ শুরু       কুয়েট চালুর দাবিতে ইউজিসি’তে স্মারকলিপি দিয়েছে গার্ডিয়ান ফোরাম       ফরিদপুরের উদ্দেশ্যে খুলনা ছেড়েছেন এনসিপি নেতারা       আ.লীগ জঙ্গী সংগঠন, গোপালগঞ্জ ফ্যাসিস্টদের আশ্রয় কেন্দ্র; অভিযুক্তদেরকে আইনের আওতায় আনতে হবে    
 


মালয়েশিয়ায় একাধিক কারখানায় বিস্ফোরণ, ৩ বাংলাদেশি আহত

মালয়েশিয়ায় রাসায়নিক গুদামসহ চারটি কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড হয়েছে। এতে তিনজন বিদেশি শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহতদের সবাই পুরুষ ও বাংলাদেশি। ইস্কান্দার পুতেরি শহরের এসআইএলসি শিল্প পার্কে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সময় আহতরা কোনো মতে বের হতে সক্ষম হয়েছিলেন। ধারণা করা হচ্ছে, স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত। আহতদের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। কারখানা কর্তৃপক্ষ তাদের দ্রুত সুলতানাহ আমিনাহ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে।

ইস্কান্দার পুতেরি শহরের ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের অপারেশন কমান্ডার মোহাম্মদ ফাইয সুলেইমান জানান, স্থানীয় সময় সকাল ১১টা ৩৩ মিনিটে তারা অগ্নিকাণ্ড সম্পর্কে ফোন পান। বিভিন্ন স্টেশন থেকে মোট ৪৬ জন অগ্নিনির্বাপণকর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়। দমকল বাহিনী সেখানে পৌঁছে দেখতে পায়, চারটি কারখানায় আগুন ছড়িয়ে পড়েছে। দমকল বাহিনীর অনুমান, কারখানাগুলোতে ক্ষতির পরিমাণ প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ।

ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর মধ্যে একটি লজিস্টিক কারখানা এবং একটি পেইন্ট থিনার গুদাম ছিল। পেইন্ট থিনার খুব সহজেই দাহ্য হওয়ায় এর বাষ্প বায়ুর সঙ্গে মিশে বিস্ফোরণ ঘটাতে পারে।

এ ছাড়া ইস্কান্দার পুতেরি শহরের পুলিশপ্রধান সহকারী কমিশনার এম কুমারাসান জানান, স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে তাদের কাছে আগুন লাগার খবর আসে। তদন্তে জানা গেছে, আগুন লাগা কারখানাগুলোর একটি ছিল রাসায়নিক গুদাম, যেখানে পেইন্ট থিনার সংরক্ষিত ছিল।

ইস্কান্দার পুতেরির এমপি লিউ চিন টং জানিয়েছেন, তার সংসদীয় কার্যালয় থেকে দমকলকর্মীদের খাবার ও পানীয় সরবরাহ করা হচ্ছে।

তিনি আশ্বস্ত করেছেন, আগুন লাগার কারণ নিয়ে তদন্ত চলছে এবং পরিবেশ দপ্তর ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাসায়নিক দূষণ নিয়ে পরীক্ষা করছে। স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পাওয়া খবর অনুসারে, অগ্নিনির্বাপণের প্রচেষ্টা তখনো চলছিল।

সূত্র : মালয় মেইল


Top