আওয়ামী লীগ প্রবাসী সরকার ঘোষণা দিতে চাচ্ছে। কুমিল্লা, নোয়াখালী, ফেনী জেলার আওয়ামী লীগের নেতারা কুমিল্লার একটি অঞ্চলে মিটিং করেছে। তারা ত্রিপুরার রাজধানী আগরতলায় এক সমাবেশের মাধ্যমে প্রবাসী সরকার ঘোষণা দিতে চায় যেখানে শেখ হাসিনা উপস্থিত হতে পারে বলে গোয়েন্দা সংস্থার কাছে তথ্য রয়েছে বলেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। গত শনিবার (১৯ অক্টোবর) নোয়াখালীতে ভাষা সাহিত্য চর্চা একাডেমি আয়োজিত ” নজরুল সাহিত্যে বৈষম্যবিরোধী চেতনা ” শীর্ষক আলোচনা এবং আন্দোলনে শহীদ পরিবারের জন্য আর্থিক অনুদান ও দোয়া অনুষ্ঠানে তিনি অতিথি হিসেবে এ বক্তব্য রাখেন।
তিনি বলেন, এখনো আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে। বিভিন্ন স্থানে তাদের সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারা এখন সাপের মতো ঘরে বসে বসে অনেকটা বিশ্রাম নিচ্ছে। তাদের দাঁতকে আরও বেশী বিষাক্ত করছে। তাদের এই বিষাক্ত ছোবল আমাদের মানচিত্র ও পতাকার ওপর দেয়ার জন্য অপেক্ষা করছে। আমাদের অনেকেই তাদের মাথাচাড়া দিয়ে ওঠার জন্য সহায়তা করছে।