আজ || শনিবার, ১৯ জুলাই ২০২৫
শিরোনাম :
  জুলাই অভ্যূত্থানে শহীদ স্মরণে খুলনায় বিএনপির মৌন মিছিল – তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি সহ্য করা হবেনা       সাকিব রায়হানের কবর জিয়ারত; পরিবারের পাশে বিভাগীয় কমিশনার       মীর মুগ্ধ’র শাহাদাত বার্ষিকী – শোকে শ্রদ্ধায় কৃতি শিক্ষার্থীকে স্মরণ করলো খুলনা বিশ্ববিদ্যালয়       যুবদল নেতা মাহবুব হত্যা : খুলনা ও সাতক্ষীরা থেকে আরও দু’জন গ্রেফতার       খুলনায় জামায়াতের বিক্ষোভ – দেশ এখনও ফ্যাসিবাদ মুক্ত হয়নি       পরিস্থিতির জন্য অন্তবর্তী সরকারের নির্লিপ্ততা দায়ী : খুলনা যুবদল       বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসনে শৈলমারী গেটের পলি অপসারণ শুরু       কুয়েট চালুর দাবিতে ইউজিসি’তে স্মারকলিপি দিয়েছে গার্ডিয়ান ফোরাম       ফরিদপুরের উদ্দেশ্যে খুলনা ছেড়েছেন এনসিপি নেতারা       আ.লীগ জঙ্গী সংগঠন, গোপালগঞ্জ ফ্যাসিস্টদের আশ্রয় কেন্দ্র; অভিযুক্তদেরকে আইনের আওতায় আনতে হবে    
 


মুক্তিপণ আদায়ে পর্যটকদের আটকে রাখা হতো টর্চার সেলে

কক্সবাজার শহরে পর্যটকসহ সাধারণ মানুষকে অপহরণ ও ছিনতাইকারী চক্রের টর্চার সেল থেকে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার মধ্যরাতে শহরের পুরাতন জাদিরাম বৌদ্ধ বিহারের পাহাড়ে এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- কক্সবাজার শহরের ঘোনারপাড়ার বান্টু দাশের ছেলে উজ্জ্বল দাশ (২৮), একই এলাকার মৃত বিমল দে এর ছেলে উৎপল দে (২৯), মৃত দুলাল ধরের ছেলে বিধান ধর (৩০) ও কাজল রুদ্রের ছেলে অন্তর রুদ্র (২২)।
পুলিশ জানায়, কক্সবাজার শহরের পুরাতন জাদিরাম বৌদ্ধ বিহারের পাহাড়ের পরিত্যক্ত একটি ঘরকে আস্তানা হিসেবে ব্যবহার করে একটি চক্র দীর্ঘদিন ধরে পর্যটকসহ সাধারণ মানুষকে অপহরণ, ছিনতাই ও মুক্তিপণ আদায় করে আসছে বলে খবর পায় র‍্যাব। এ তথ্যের ভিত্তিতে চক্রটিকে শনাক্ত ও গ্রেপ্তারে নজরদারি শুরু হয়। সোমবার মধ্যরাতে অপরাধী চক্রের কয়েকজন সদস্য আস্তানায় অবস্থান করছে এমন খবরে র‍্যাবের একটি দল অভিযান চালায়। র‍্যাব সদস্যরা সন্দেহজনক আস্তানাটি ঘিরে ফেললে ছয়-সাতজন দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে চারজনকে আটক করা হয়। পরে আস্তানায় তল্লাশি চালিয়ে একটি কিরিচ, তিনটি ছোরা, তিনটি চোরাই মোবাইল ফোন পাওয়া যায়।
র‍্যাবের এ কর্মকর্তা বলেন, পর্যটকসহ সাধারণ মানুষকে টার্গেট করে মোবাইল, টাকা লুট করত বলে চক্রের সদস্যরা জানিয়েছে। একই সঙ্গে জিম্মি করে মুক্তিপণ আদায় করতো তারা।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে বলে জানান র‍্যাবের এ কর্মকর্তা।


Top