ছবি: আজতক বাংলা।
ভারতে নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন নিজের ক্ষোভ ঝাড়লেন বাংলাদেশ হতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। তিনি তার সোস্যাল মিডিয়া পোস্টে শেখ হাসিনা ও আন্দোলনকারীদের কথা উল্লেখ করেছেন । তিনি বলেন,” ১৯৯১ সালে আমি যখন মৃত্যুশয্যায় থাকা আমার মাকে দেখতে যাই, হাসিনা তখন মৌলবাদীদের খুশি করতে আমাকে দেশ থেকে বের করে দেয়। আমি আর দেশে যেতে পারিনি। ” সেই মৌলবাদীরা ছাত্র আন্দোলনের সাথে জড়িত যারা হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করেছে।
তিনি অপর এক পোস্টে বলেন, হাসিনাকে পদত্যাগ করে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে আর এ জন্য তিনি নিজেই দায়ী। তিনি মৌলবাদীদের উত্থানের সুযোগ দিয়েছেন এবং তার লোকজন ব্যাপক দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। উল্লেখ্য ১৯৯৪ সাল হতে১৯৯৬ পর্যন্ত শেখ হাসিনা মৌলবাদী- যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামী ও ১৯৯০ সালের বিদায়ী স্বৈরশাসক এরশাদকে সাথে নিয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে ১৭৩ দিন হরতাল সহ ব্যাপক জ্বালাও পুড়াও আন্দোলন করেছিলেন।