আজ || শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
শিরোনাম :
  জুলাই অভ্যূত্থানে শহীদ স্মরণে খুলনায় বিএনপির মৌন মিছিল – তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি সহ্য করা হবেনা       সাকিব রায়হানের কবর জিয়ারত; পরিবারের পাশে বিভাগীয় কমিশনার       মীর মুগ্ধ’র শাহাদাত বার্ষিকী – শোকে শ্রদ্ধায় কৃতি শিক্ষার্থীকে স্মরণ করলো খুলনা বিশ্ববিদ্যালয়       যুবদল নেতা মাহবুব হত্যা : খুলনা ও সাতক্ষীরা থেকে আরও দু’জন গ্রেফতার       খুলনায় জামায়াতের বিক্ষোভ – দেশ এখনও ফ্যাসিবাদ মুক্ত হয়নি       পরিস্থিতির জন্য অন্তবর্তী সরকারের নির্লিপ্ততা দায়ী : খুলনা যুবদল       বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসনে শৈলমারী গেটের পলি অপসারণ শুরু       কুয়েট চালুর দাবিতে ইউজিসি’তে স্মারকলিপি দিয়েছে গার্ডিয়ান ফোরাম       ফরিদপুরের উদ্দেশ্যে খুলনা ছেড়েছেন এনসিপি নেতারা       আ.লীগ জঙ্গী সংগঠন, গোপালগঞ্জ ফ্যাসিস্টদের আশ্রয় কেন্দ্র; অভিযুক্তদেরকে আইনের আওতায় আনতে হবে    
 


নেতা-কর্মীদের নির্যাতনের অভিযোগ তুলে বিচার দাবি আওয়ামী লীগের

দলের নেতা–কর্মীদের নির্যাতন করার অভিযোগ তুলে বিচার দাবি করেছে আওয়ামী লীগ। দলটি বলেছে, ‘কেউ যদি মনে করেন অত্যাচার, নির্যাতন করে আওয়ামী লীগকে ধ্বংস করে দেবেন, তাহলে তাঁরা বোকার স্বর্গে বাস করেন।’

গতকাল বৃহস্পতিবার বেলা দুইটায় আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে দেশবাসীকে উদ্দেশ করে এক দীর্ঘ পোস্ট দিয়েছে দলটি। সেখানে এই দাবি করেছে দলটি।

ওই পোস্টে আওয়ামী লীগ অভিযোগ করেছে, ‘ছাত্রদের আন্দোলন কোটার জন্য ছিল না। এর পেছনে ছিল ক্ষমতা দখলের দেশীয় ও আন্তর্জাতিক এক ষড়যন্ত্র।’
পোস্টে আরও বলা হয়, ‘আপনারা বুঝতে পারছেন, কেন সেন্ট মার্টিন দ্বীপকে সংরক্ষিত করে কার্যত জনগণের যাতায়াতের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কেন পার্বত্য চট্টগ্রামে পরিকল্পিতভাবে একের পর এক সহিংসতা তৈরি করা হচ্ছে!’ আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে অন্য কোনো দেশের ঘাঁটি হতে দেবে না বলে জানানো হয়।

আওয়ামী লীগ বলেছে, ৫ আগস্টের পর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্মম হত্যাকাণ্ড, অত্যাচার ও নির্যাতন চালানো হয়েছে। পীর-আউলিয়াদের মাজার ধ্বংস করা হয়েছে। এমনকি মসজিদও ভাঙচুর ও লুটপাটের হাত থেকে রক্ষা পায়নি। এর দায় বর্তমান সরকারকে বহন করতে হবে বলে মনে করে আওয়ামী লীগ।

ফেসবুক পোস্টে বিদ্যুৎ–সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে বক্তব্য তুলে ধরেছে আওয়ামী লীগ। দলটি বর্তমান সরকারকে উদ্দেশ করে বলেছে, ‘এসব দিকে কোনো নজর নেই। ক্ষমতা পাকাপোক্ত করতে সরকার আওয়ামী লীগ নিধনেই বেশি ব্যস্ত।’

ওই পোস্টে আরও বলা হয়, ‘আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে, এই দেশের জন্মের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক। দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ এর স্বমহিমায় ফিরে আসবে, দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাবে।’


Top