আজ || শনিবার, ১৯ জুলাই ২০২৫
শিরোনাম :
  জুলাই অভ্যূত্থানে শহীদ স্মরণে খুলনায় বিএনপির মৌন মিছিল – তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি সহ্য করা হবেনা       সাকিব রায়হানের কবর জিয়ারত; পরিবারের পাশে বিভাগীয় কমিশনার       মীর মুগ্ধ’র শাহাদাত বার্ষিকী – শোকে শ্রদ্ধায় কৃতি শিক্ষার্থীকে স্মরণ করলো খুলনা বিশ্ববিদ্যালয়       যুবদল নেতা মাহবুব হত্যা : খুলনা ও সাতক্ষীরা থেকে আরও দু’জন গ্রেফতার       খুলনায় জামায়াতের বিক্ষোভ – দেশ এখনও ফ্যাসিবাদ মুক্ত হয়নি       পরিস্থিতির জন্য অন্তবর্তী সরকারের নির্লিপ্ততা দায়ী : খুলনা যুবদল       বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসনে শৈলমারী গেটের পলি অপসারণ শুরু       কুয়েট চালুর দাবিতে ইউজিসি’তে স্মারকলিপি দিয়েছে গার্ডিয়ান ফোরাম       ফরিদপুরের উদ্দেশ্যে খুলনা ছেড়েছেন এনসিপি নেতারা       আ.লীগ জঙ্গী সংগঠন, গোপালগঞ্জ ফ্যাসিস্টদের আশ্রয় কেন্দ্র; অভিযুক্তদেরকে আইনের আওতায় আনতে হবে    
 


প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আটক ২

মুন্সীগঞ্জের সিরাজদিখানে লিপি আক্তার নামে এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে ধারালো অস্ত্র দিয়ে তাকে খুন করা হয়। এ ঘটনায় মো. হোসেন ও রকিব নামে দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের উত্তর মালবদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। লিপি আক্তার (৩৫) মালবদিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আওলাদ হোসেনের স্ত্রী ও একই উপজেলার মালখানগর ইউনিয়নের নাইসিং গ্রামের নূরুল ইসলাম শেখ নূরুর মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাহিরে বাথরুমে যান লিপি আক্তার। লিপি আক্তারের সাত বছরের ছেলে মো. মোস্তাকিম ও তিন বছরের মেয়ে আয়েশা আক্তার তাদের মা ঘরে আসতে দেরি দেখে দুজনে বাহিরে গিয়ে মায়ের রক্তাক্ত লাশ দেখতে পায়। ছেলে-মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এসে লাশ দেখে পুলিশকে খবর দেন। পুলিশ রাত ১২টায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই গৃহবধূর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার কারণ জানার চেষ্টা চলছে। এ ঘটনায় মো. হোসেন ও রকিব নামে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।


Top