চব্বিশের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে খুলনায় সমাবেশ ও মৌন মিছিল করেছে বিএনপি। বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে জমায়েত ও বক্তৃতা পর্ব শেষে মিছিল করে দলটি।
এ সময় দলীয় নেতারা বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লাগাতার সংগ্রাম করা দলের নাম বিএনপি। এ জাতি যতোবার সংকটে পতিত হয়েছে ততোবারই জিয়া পরিবার মুক্তির দূত হয়ে সামনে এসেছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দলকে ঐক্যবদ্ধ রেখে চুড়ান্ত পরিণতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে লক্ষ্য করে কটূক্তি মেনে নেওয়া হবেনা।
বক্তারা বলেন, দেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই মুহুর্তে নির্বাচনের কোন বিকল্প নেই। বিএনপি জনগনের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য কাজ করছে। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন যারা ফ্যাসিবাদের ছায়াতলে থেকে রাজনীতি করেছে, আজ তারাই পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে। এটি নির্বাচন বানচালের নতুন ষড়যন্ত্র। কঠোর ভাবে এই চক্রান্ত মোকাবেলা করা হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপি সভাপতি এস এম শফিকুল আলম মনা। বক্তব্য রাখেন মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাবেক এমপি আলী আজগর লবি, জেলা আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের জেলা, মহানগরী এবং বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।