
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যাটে-বলে আবারও হতাশ করলেন সাকিব আল হাসান।
শনিবার অ্যান্টিগার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসকে ৮৩ রানের বড় ব্যবধানে হারতে হয়।
প্রথমে ব্যাট করে গায়ানা ২০ ওভারে তোলে ২১১ রান। জবাবে ফ্যালকনসের ইনিংস থেমে যায় মাত্র ১২৮ রানে। সাকিব বল হাতে মাত্র ২ ওভার বোলিং করে ১৬ রান দিলেও কোনো উইকেট পাননি। ব্যাট হাতে নামেন পাঁচে, কিন্তু ৭ বলে করেন মাত্র ৮ রান এবং ইমরান তাহিরের বলে স্টাম্পিং হয়ে ফেরেন।
এবারের সিপিএলে চার ম্যাচে সাকিবের রান এখনো ৪০-এর নিচে, উইকেট মাত্র একটি—পুরো টুর্নামেন্টেই তিনি খুঁজে পাচ্ছেন না নিজের ছন্দ।
গায়ানার হয়ে শাই হোপ খেলেন ৫৪ বলে ৮২ রানের অসাধারণ ইনিংস, শিমরন হেটমায়ার ঝড় তোলেন ২৬ বলে ৬৫ রান করে, আর রোমারিও শেফার্ড যোগ করেন দ্রুত ২৫ রান।
ফ্যালকনসের হয়ে কিছুটা লড়াই করেন কারিমা গোর—১৪ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেললেও দলের হার ঠেকাতে পারেননি। গায়ানার বোলিং আক্রমণে নেতৃত্ব দেন অভিজ্ঞ লেগস্পিনার ইমরান তাহির, ৪ ওভারে ২১ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট।
এ হারের পর পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ফ্যালকনস শীর্ষে থাকলেও তাদের জয় মাত্র দুটি, একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। অন্যদিকে, গায়ানা দুই ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে অবস্থান করছে।

