
এশিয়া কাপে ১৪ সেপ্টেম্বর ভারত–পাকিস্তান ম্যাচ হওয়ার কথা। তবে এখনো ম্যাচটি আদৌ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ভারতের সাবেক ক্রিকেটার কেদার যাদব মনে করেন, পাকিস্তানের বিপক্ষে খেলবেই না ভারত। তাঁর ভাষায়, “আমার বিশ্বাস ম্যাচটা হবে না। পাকিস্তানের বিপক্ষে যেখানেই খেলুক, ভারত জিতবে—কিন্তু খেলা একেবারেই হওয়া উচিত নয়।”
শুধু যাদবই নন, সাবেক তারকা হরভজন সিংও একই মত দিয়েছেন। তিনি বলছেন, দুই দেশের রাজনৈতিক বিবাদ মেটানো ছাড়া ক্রিকেট ম্যাচ আয়োজনের কোনো মানেই হয় না।
তবে সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করছেন। তাঁর মতে, ভারত–পাকিস্তান ম্যাচ সরকারের অনুমতির ওপর নির্ভর করে। সন্ত্রাসবাদ বন্ধ হওয়া জরুরি হলেও সরকার অনুমতি দিলে ম্যাচ হওয়া উচিত।
অন্যদিকে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী মনে করেন, ভারত যদি ম্যাচ বর্জন করে, সেটাই পাকিস্তানের জন্য ভালো হবে। তাঁর দাবি, “ভারত যদি খেলে, এত বড় ব্যবধানে হারাবে যে পাকিস্তান সামলাতে পারবে না।”
এশিয়া কাপের সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে ভারত–পাকিস্তান ম্যাচ ১৪ সেপ্টেম্বর। আর দুই দল ফাইনাল পর্যন্ত টিকে গেলে, সর্বোচ্চ তিনবারও মুখোমুখি হওয়ার সুযোগ আছে।

