ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে, যেখানে বৈধ প্রার্থী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ৪৬২ জন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বী রয়েছেন সহসভাপতি (ভিপি) পদে—৪৮ জন। সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন ১৯ জন এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৮ জন।
মোট ৫০৯টি মনোনয়নপত্র জমা পড়লেও যাচাই–বাছাই প্রক্রিয়ায় ৪৭টি বাতিল ঘোষণা করা হয়েছে। ভুল ভোটার নম্বর, নিবন্ধন তথ্য বা পরিচয়সংক্রান্ত ত্রুটির কারণে এই প্রার্থিতা স্থগিত হয়েছে। আপিলের সুযোগ থাকছে ২৩ আগস্ট পর্যন্ত, আর ২৬ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশের পর প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন।
মোট ২৮টি পদের জন্য যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাঁদের মধ্যে ৪০২ জন ছাত্র এবং ৬০ জন ছাত্রী। ভিপি পদে ৪৮ প্রার্থীর মধ্যে ছাত্রী রয়েছেন পাঁচজন।
হল সংসদ নির্বাচনে এবার বৈধ প্রার্থীর সংখ্যা ১ হাজার ১০৮ জন। কিছু হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত হয়েছে একাধিক পদে। ছাত্রী হলগুলোর কিছুতে আবার একটি পদের জন্য তিনগুণেরও বেশি প্রার্থী হয়েছেন।
এদিকে ক্যাম্পাসজুড়ে নির্বাচনী উন্মাদনা তুঙ্গে। ডাকসু ভবন, মধুর ক্যানটিন থেকে শুরু করে প্রতিটি আড্ডাস্থলেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু আসন্ন নির্বাচন। প্রাক্তন ছাত্রনেতারাও নস্টালজিয়া নিয়ে ক্যাম্পাসে ভিড় করছেন।
বড় সংগঠনগুলোর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও নিজেদের প্যানেল ঘোষণা করেছেন। ভোটারদের মধ্যে আলোচনা শুরু হয়েছে, কোন প্রার্থী এগিয়ে থাকতে পারেন এবং কারা নতুন নেতৃত্বে জায়গা করে নেবেন তা নিয়ে।

