নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের খুলনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বায়েজিদ জান্নাত সিনহাকে (৩০) বুধবার বরিশাল থেকে গ্রেফতার করেছে খুলনার ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে খুলনার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত আসামি সিনহাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। গ্রেফতারকৃত সিনহা খুলনার সোনাডাঙ্গা মডেল থানাধীন শিববাড়ি মোড় এলাকার বাসিন্দা মৃত জিয়াউল জান্নাত বাবুলের ছেলে।
মহানগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর ইসলাম বলেন, বায়েজিদ জান্নাত সিনহা নিষিদ্ধ ছাত্রলীগের খুলনা জেলার সাংগঠনিক সম্পাদক। গেল বছরের ৫ আগষ্টের পর থেকে সে পলাতক ছিল। তার অবস্থান জানার জন্য প্রযুক্তির সাহায্য নেওয়া হয়। বুধবার অবস্থান নিশ্চিত হয়ে বরিশাল শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ বছরের ১৮ মার্চ তার বিরুদ্ধে খুলনা সদর থানায় একটি মামলা হয়। মামলা নং-২৪, ১৮.০৩.২৫ ইং, ধারা ১৪৩/৪৪৮/৩৮৫/৪২৭/৫০৬ (২) পেনাল কোড।
আদালত পাড়ায় গিয়ে দেখা যায়, বায়েজিদ জান্নাত সিনহাকে আদালতে হাজির করা হবে এ সংবাদ পেয়ে ছাত্রদল, ছাত্রশিবির ও বিভিন্ন সংগঠনের শতাধিক নেতাকর্মী সেখানে হাজির হন। তারা ছিলেন ক্ষুব্ধ ও উত্তেজিত। বিভিন্ন সময় তারা বায়েজিদের দ্বারা হামলা ও হয়রানির শিকার হয়েছিলেন। এদের অনেকের হাতে ডিম ছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতায় অপ্রীতিকর কিছু ঘটেনি।

