বিমানবন্দর স্টেশনের কাছে ট্রেন লাইনচ্যুতির পর সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চলাচল শুরু

শনিবার সকালে ঢাকার বিমানবন্দর স্টেশন এলাকার কাছে যাত্রীবাহী যমুনা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়, ফলে ঢাকামুখী লাইনে প্রায় সাড়ে চার ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে বেলা ১টা ৫০ মিনিটের দিকে পুনরায় চলাচল স্বাভাবিক হয়।
ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদীন জানান, সকালে এপিবিএন কার্যালয়ের বিপরীতে ট্রেনটি লাইনচ্যুত হলে একটি লাইন বন্ধ হয়ে যায়, তবে আরেকটি লাইন সচল ছিল। রাতের বেলা জামালপুরের তারাকান্দি স্টেশন থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেসটির গন্তব্য ছিল ঢাকার কমলাপুর স্টেশন।

