ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে চার নারী শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ ২৮ সদস্যের প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এতে ভিপি পদে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম এবং জিএস পদে ঢাবি শাখা সভাপতি এস এম ফরহাদ প্রার্থী হয়েছেন।
সোমবার (১৮ আগস্ট) নওয়াব নবাব আলী সিনেট ভবনে মনোনয়নপত্র সংগ্রহ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেলটি ঘোষণা করা হয়।
ঘোষিত তালিকায় চার নারী শিক্ষার্থীও জায়গা পেয়েছেন। তাদের মধ্যে—
-
ফাতিমা তাসনীম জুমা (সুফিয়া কামাল হল, সেশন ২০২১-২২) → মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক
-
উম্মে সালমা (ইংরেজি বিভাগ, সেশন ২০২০-২১) → কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক
-
সাবিকুন্নাহার তামান্না (সেশন ২০১৯-২০) → সদস্য পদপ্রার্থী, বর্তমানে ঢাবি ছাত্রী সংস্থার সভানেত্রী
-
আফাসানা আক্তার (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সেশন ২০১৯-২০, কুয়েত-মৈত্রী হল) → সদস্য পদপ্রার্থী
শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, ডাকসু নির্বাচনে এই নারী প্রার্থীদের অন্তর্ভুক্তি তাদের সংগঠনের “অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ” নিশ্চিত করার প্রচেষ্টা।

