প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ বৃহস্পতিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করেছেন।
বৈঠকে অ্যান্ড্রুজ রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক অঙ্গনে অগ্রাধিকার দিয়ে তোলার জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন। তিনি স্মরণ করিয়ে দেন যে আসন্ন ৩০ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে রোহিঙ্গা সংকট নিয়ে যে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন হচ্ছে, সেটিও প্রধান উপদেষ্টার উদ্যোগেই সম্ভব হয়েছে।
রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা দেওয়ায় বাংলাদেশের উদারতার প্রশংসা করে অ্যান্ড্রুজ বলেন, “এই সংকটের স্থায়ী সমাধানের আশাকে বাঁচিয়ে রাখতে আপনার নেতৃত্ব অনন্য।”
প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন যে নিউ ইয়র্কের সম্মেলন দীর্ঘমেয়াদি এই সংকট সমাধানে কার্যকর পথ নির্দেশ করবে। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের স্বাস্থ্য, শিক্ষা ও মৌলিক সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। তিনি অ্যান্ড্রুজকে অনুরোধ করেন, এই সংকটে পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক মহলে আরও জোরালো ভূমিকা রাখতে।
টম অ্যান্ড্রুজ উল্লেখ করেন, সংকট সমাধানে বাংলাদেশ গঠনমূলক ভূমিকা রাখছে এবং বিভিন্ন পক্ষকে আলোচনার টেবিলে আনতে সক্ষম হয়েছে। তবে তিনি হতাশা প্রকাশ করেন যে, রাখাইন রাজ্যে মানবিক চ্যানেল স্থাপনের জাতিসংঘ মহাসচিবের উদ্যোগ বিদ্বেষমূলক প্রচারণার কারণে বাধাগ্রস্ত হয়েছে।
তবুও তিনি আশাবাদ ব্যক্ত করেন যে ধারাবাহিক প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে সংকটের স্থায়ী সমাধান সম্ভব হবে এবং এই প্রক্রিয়ায় বাংলাদেশকে নেতৃত্ব ধরে রাখতে আহ্বান জানান।
টম অ্যান্ড্রুজ বর্তমানে বাংলাদেশ সফরে আছেন রোহিঙ্গা ইস্যুতে ২৫ আগস্ট কক্সবাজারে অনুষ্ঠিতব্য সংলাপে যোগ দিতে, যেখানে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস উদ্বোধনী বক্তব্য রাখবেন।

