আন্তর্জাতিক অভিজ্ঞতায় ভরপুর বাংলাদেশ ‘এ’ দলের একাদশও পার্থ স্কর্চার্স একাডেমির বিপক্ষে পাত্তাই পেল না। ডারউইনের মারারা ওভালে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের ম্যাচে ৫ উইকেটে হেরে গেছে সোহানের দল।
রোববার টসে জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে মাত্র ১২৩ রান তুলতে পারে বাংলাদেশ ‘এ’। ব্যাটিং ব্যর্থতার দিনে একপ্রান্ত আগলে রেখে আফিফ হোসেন করেন ৪৯ বলে অপরাজিত ৪২ রান। শেষ দিকে রকিবুল হাসান ১৬ রান করে ছক্কার জোড়ায় স্কোর একশ পেরোনোর পথ করে দেন। ওপেনার নাঈম শেখ (৫), সাইফ হাসান (১), জিসান আলম (৯) ফেরেন দ্রুতই। অধিনায়ক সোহানও (১৪) ব্যর্থ হন।
জয়ের সহজ লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে শুরুটা আক্রমণাত্মক করে স্কর্চার্স একাডেমি। যদিও দ্রুত তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে তারা। তবে টিগ ওয়াইলি ৩১ রান এবং জোয়েল কার্টিস (৩৪ বলে অপরাজিত ৪৪) ও ম্যাথু স্পুর্সের (২৪*) জুটিতে ১৮তম ওভারেই জয় পেয়ে যায় দলটি।
টপ এন্ড সিরিজে তিন ম্যাচে এটি বাংলাদেশ ‘এ’ দলের দ্বিতীয় পরাজয়। আগামী মঙ্গলবার নর্দান টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে নামবে সোহানের দল।

