বলিউডে অভিষেক করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আরিয়ান খান। নিজের পরিচালনায় নির্মিত নেটফ্লিক্স সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় ঝলক প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। বিশেষ করে একটি সংলাপ ঘিরেই জল্পনা আরও বেড়েছে, যেখানে অনেকে দেখছেন ২০২১ সালের এনসিবি (নারকোটিকস কন্ট্রোল ব্যুরো) কাণ্ডের প্রতি আরিয়ানের সরাসরি ইঙ্গিত।
২০২১ সালের ৩ অক্টোবর ক্রুজ পার্টি থেকে মাদকযোগের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন আরিয়ান খান। সেই সময় ২৫ দিন কারাগারে থাকার পর মুক্তি পান তিনি এবং ২০২২ সালের মে মাসে সব অভিযোগ থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি পান।
সিরিজের নতুন ঝলকে দেখা যায়, একজন অভিনেতা কারাগার থেকে বের হচ্ছেন, আর এক পুলিশকর্মী মজা করে বলছেন, “চিন্তা করো না, ভিতরে থাকলে লোকজন আরও বিখ্যাত হয়ে যায়।” এই সংলাপকে কেন্দ্র করেই শুরু হয়েছে আলোচনা যে, আরিয়ান কি তার অতীতের ঘটনাকে সৃজনশীলভাবে সিরিজে যুক্ত করেছেন?
বুধবার (২০ আগস্ট) ঝলক প্রকাশ অনুষ্ঠানে মঞ্চে ছিলেন আরিয়ানের বাবা শাহরুখ খান এবং মা গৌরী খানও। আবেগঘন মুহূর্তে শাহরুখ বলেন,
“এই দেশ আমাকে ৩০ বছর ধরে বিনোদনের সুযোগ দিয়েছে। আজকের দিনটি আমার জন্য বিশেষ, কারণ আমার ছেলে এই জগতে প্রথম পা রাখছে। আমরা তাকে শিখিয়েছি—বক্স অফিস সাফল্য নিশ্চিত নয়, সমালোচকদের প্রশংসাও নয়। আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, অনুগ্রহ করে তাকে তার থেকেও বেশি ভালোবাসা দিন।”
সিরিজটির প্রযোজক গৌরী খান, আর অভিনয়ে আছেন লক্ষ্য, রাঘব জুয়াল, ববি দেওল, মোনা সিংহসহ একঝাঁক তারকা। নতুন ঝলকে দেখা গেছে সালমান খান, করণ জোহর এবং রণবীর সিংহকেও, যা ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
প্রথম ঝলক প্রকাশের পর থেকেই ভক্তদের মন্তব্য—পরিচালনায় আরিয়ানের কাজে যেন স্পষ্ট ফুটে উঠছে শাহরুখের ছাপ।