রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে কোমলমতি শিক্ষার্থীসহ বহু হতাহতের মর্মান্তিক ঘটনায় রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ে ও খুলনা সিটি কর্পোরেশন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ এবং প্রশাসন ভবন সংলগ্ন জামে মসজিদে পৃথকভাবে এ দোয়ার আয়োজন করা হয়। দোয়ায় নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রæত আরোগ্য এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য ও শান্তি কামনা করা হয়।
প্রশাসন ভবন সংলগ্ন জামে মসজিদের দোয়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম ক্বারী মুস্তাকিম বিল্লাহ।
এছাড়া বাদ জোহর নগর ভবন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, কালেক্টর অব ট্যাক্সেস মো: আব্দুল মাজেদ মোল্লা, চীফ এ্যাসেসর শেখ হাফিজুর রহমান হাফিজ, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, বাজার সুপার শেখ শফিকুল হাসান, লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমান ও মো: দেলওয়ার হোসেন, ডিসিটি কাজী মো: ইমরুল হাসানসহ কেসিসি’র সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

