শহীদ জিকোর সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নিলেন শফি
খুলনা ৫ আসন থেকে ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী ও সাবেক ছাত্রদল নেতা শফি মোহাম্মদ খান সোমবার ফুলতলার পথের বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।
তিনি স্থানীয় বিএনপি ও অংগসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
এরপর ফুলতলার যুবদল নেতা ২০২২ সালের ২২ অক্টোবর খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শহীদ হওয়া শেখ সাজ্জাদুজ্জামান জিকোর বাড়িতে এসে পরিবারের খোঁজ খবর নেন। তিনি জিকোর দুই কন্যা সন্তানের সাথে একান্ত আলাপ করেন এবং তাদের লেখাপড়ার দায়িত্ব গ্রহণ করেন।

